You dont have javascript enabled! Please enable it! 1974.08.19 | বাংলাদেশ-চীন নতুন মােড়, বাগদাদে মন্ত্রী পর্যায়ের বৈঠক হয়েছে | বাংলার বাণী - সংগ্রামের নোটবুক

বাংলাদেশ-চীন নতুন মােড়, বাগদাদে মন্ত্রী পর্যায়ের বৈঠক হয়েছে

ঢাকা: চীন ও বাংলাদেশের মধ্যে সমঝােতা স্থাপনের কূটনৈতিক প্রচেষ্টা এখন প্রায় সফলতার পর্যায়ে পৌঁছেছে। দু’দেশের মধ্যে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপনের জন্য বেশ কিছু দিন ধরে যে পরােক্ষ যােগাযােগ রাখা হচ্ছিল, পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার আগেই তা সুনির্দিষ্ট রূপ নেয়। সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব হােসেন আলী যুক্তরাষ্ট্রের চীনা লিয়াজো অফিসের প্রধানদের সঙ্গে কয়েকটা অর্থপূর্ণ নােট বিনিময় করেন। প্রত্যক্ষ যােগাযােগের দ্বিতীয় সুযােগটি আসে বাংলাদেশের জাতিসংঘভুক্তি প্রশ্নে নিরাপত্তা পরিষদের সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণের সময়। বাংলাদেশ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের কাছে নিজের ভূমিকা বিশ্লেষণের সুযােগ পায়। এ মাসের প্রথম দিকে বাগদাদে ইরাকের জাতীয় দিবস অনুষ্ঠানে পরিস্থিতির সর্বশেষ উন্নতি ঘটে। বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা মন্ত্রিসভার সিনিয়র সদস্য খােন্দকার মােশতাক আহমেদ সেখানে চীনের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ৪০ মিনিটকাল স্থায়ী এক ঘরােয়া বৈঠকে আলাপ আলােচনা করেন। মন্ত্রী পর্যায়ের এই ঘরােয়া বৈঠকে তাদের আলােচিত বিষয়বস্তু সম্পর্কে কিছুই জানা যায়নি। তবে ঢাকার ওয়াকিবহাল মহলের অভিমত চীনের স্বীকৃতির আর দেরী নেই এবং এ ব্যাপারে তাঁরা খুবই আশাবাদী।৬৪

রেফারেন্স: ১৯ আগস্ট ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত