এ.এইচ.এম কামরুজ্জামানের মন্ত্রী হবার প্রশ্নে সরদার আমজাদের প্রতিবাদ
ঢাকা: সােমবার দৈনিক বাংলার বাণীতে প্রকাশিত কামারুজ্জামান আবার মন্ত্রিসভায় যাচ্ছেন শীর্ষক সংবাদটির প্রতিবাদ করে বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদক বাংলার বাণীর বার্তা সম্পাদকের কাছে একখানা লিপি পাঠিয়েছেন। উক্ত লিপিতে সংবাদটিকে ভিত্তিহীন এবং সংবাদের একটি অংশ সত্য নয়, উদ্দেশ্যপ্রণােদিত ও বিভ্রান্তিকর বলে উল্লেখ করা হয়। বাংলার বাণী যে সূত্র থেকে ওই খবরটি পেয়েছিল, সেই সূত্রটিকে নির্ভরযােগ্য বলেই মনে করে। সরদার আমজাদের ওই প্রতিবাদলিপির ফটোকপি ছাপানাে হলাে।৬৭
রেফারেন্স: ১৯ আগস্ট ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত