বঙ্গবন্ধুর সাথে তিন ফেডারেশন প্রতিনিধিরা দেখা করেছেন
ঢাকা: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ সংবাদপত্র প্রেস ফেডারেশন ও বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের প্রতিনিধিবৃন্দ রােববার গণভবনে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে সাক্ষাৎ করেন এবং নিউজ প্রিন্ট সংকট সম্পর্কে তার সাথে দীর্ঘক্ষণ আলােচনা করেন। এই সাক্ষাৎকারের পরে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শ্রী নির্মল সেনের সভাপতিত্বে উক্ত তিন ফেডারেশনের এক যুক্ত সভাও অনুষ্ঠিত হয়। সভায় ঢাকা, চট্টগ্রাম ও খুলনা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দও যােগদান করেন।
সভায় সংবাদপত্রের স্বাধীনতা, নিউজপ্রিন্ট সংকট ও বেতন বাের্ড সম্পর্কে বিস্তারিত আলােচনার পর ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ২৮ আগস্ট সভায় চূড়ান্ত কর্মসূচি নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।৬৩
রেফারেন্স: ১৮ আগস্ট ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত