দুর্গত এলাকায় গৃহনির্মাণ, সাড়ে পঞ্চাশ লাখ টাকা বরাদ্দ
ঢাকা: দেশের বিভিন্ন বন্যাদুর্গত এলাকায় গৃহনির্মাণ সাহায্য বাবদ প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৫০ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ করেছেন। বাসস জানাচ্ছে বঙ্গবন্ধুর বিশেষ। রিলিফ তহবিল থেকে প্রদত্ত এই সাহায্য বন্যায় ক্ষতিগ্রস্ত লােকদের মধ্যে বিতরণ করা হবে। এই সাহায্য নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে ১ কোটি ১০ লাখ ১০ হাজার টাকা দেয়া হলাে। এছাড়া রিলিফ হিসেবে প্রাপ্ত ২৬ লাখ টাকা মূল্যের কাপড়, ঔষধ, বিস্কুট, রুটি প্রভৃতিও বিতরণ করা হয়েছে। ইতােপূর্বে প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে ধানের বীজ ও চারা ক্রয়ের জন্য ৩৬ লাখ টাকা, কাপড় খরিদের জন্য ২১ লাখ ১০ হাজার টাকা ও অন্যান্য রিলিফ বাবদ আড়াই লাখ টাকা বরাদ্দ করা হয়েছে।৫৫
রেফারেন্স: ১৬ আগস্ট ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত