আরও রিলিফ আসছে
ঢাকা: বন্যাদুর্গতদের জন্য বিভিন্ন দেশের সরকার ও আন্তর্জাতিক সংস্থাসমূহ কর্তৃক প্রদত্ত রিলিফ নিয়ে বিশ্বের বিভিন্ন অংশ থেকে বিমান আসা শুরু করেছে।
সুইস রেডক্রস: বৃহস্পতিবার এনা পরিবেশিত খবরে বলা হয়েছে যে, মঙ্গলবার সুইস রেডক্রসের রিলিফ জেনেভা থেকে একটি বিমানে এখানে এসে পৌঁছেছে। এ বিমানে যে সকল রিলিফ দ্রব্য আছে তা হলাে ২৪ টন গুঁড়াে দুধ, ৬৭০০ কম্বল, ১০০ তাঁবু, ১ প্যাকেট গামবুট ও ৩০ লাখ জলশােধক বটিকা।
পূর্ব জার্মানি। পূর্ব জার্মানি রিলিফ দ্রব্য বােঝাই তিনটি বিমান পাঠানাের সিদ্ধান্ত নিয়েছে। তার মধ্যে একটি আজ শুক্রবার এসে পৌছবে। অপর দুটির একটি ২৬ আগস্ট ও আরেকটি ২ সেপ্টেম্বর এসে পৌছাবে।
ইউনিসেফ: ইউনিসেফ, বিশ্বস্বাস্থ্য সংস্থা ও ব্রিটিশ সরকার প্রদত্ত ২১ টন রিলিফ দ্রব্য নিয়ে একটি বিমান কোপেনহেগেন থেকে আজ শুক্রবার এখানে এসে পৌছবে বলে আশা করা যাচ্ছে।
অস্ট্রেলিয়া ; অস্ট্রেলিয়া সরকার প্রদত্ত রিলিফ দ্রব্য নিয়ে একটি ৭০৭ বােয়িং আগামী ২০ তারিখ ক্যানবেরা থেকে ঢাকায় এসে পৌছাবে।৫৩
রেফারেন্স: ১৫ আগস্ট ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত