বন্যা কবলিত এলাকায় ১৬৪টি নলকূপ স্থাপন
ঢাকা: বিশুদ্ধ খাবার পানি সরবরাহ ও মহামারী রােধকল্পে জনস্বাস্থ্য প্রকৌশলী ডিরেক্টরেট বন্যাকবলিত বিভিন্ন এলাকায় একশ ৬৪টি নলকূপ বসিয়েছে। বন্যায় আঘাত হানা অবধি ২০ হাজার ৫শ ৩০টি নলকূপ সরানাে ছাড়াও ডিরেক্টরেট বন্যাকবলিত বিভিন্ন এলাকায় ৩ লাখ ৫১ হাজার ফুট পাইপ, ৩ হাজার ৪৬২টি ছাকনি, ৮শ ২৫টি পাম্প, ২৪ হাজার ৬২টি লেদার বাকেট, ৩৯ হাজার ২শ ৭২টি লেদার সীট বালব ও ১৩ হাজার ৮০১ প্লাংঞ্জার সরবরাহ করেছে।
একমাত্র ঢাকা শহরেই ডিরেক্টরেট ৮০টি নলকূপ বসিয়েছে। ৫২টি নলকূপ বসানাের কাজ এগিয়ে চলেছে। নারায়ণগঞ্জে বসানাে হয়েছে ১১টি নলকূপ। জনস্বাস্থ্য ডিরেক্টরেট ঢাকায় একটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে। এই কক্ষ থেকে জেলা ও মহকুমা নিয়ন্ত্রণ কক্ষের সাথে যােগাযােগ রক্ষা করে বন্যাকবলিত এলাকার নলকূপ পরিস্থিতি ইত্যাদি খবর সংগ্রহ করা হচ্ছে। এই কল থেকে বন্যার্তদের বিশুদ্ধ খাবার পানি সরবরাহ ও মহামারী রােধ সম্পর্কিত বিভিন্ন নির্দেশও দেয়া হচ্ছে।৪৭
রেফারেন্স: ১৪ আগস্ট ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত