পূর্ব জার্মানি বাংলাদেশকে ৬০ হাজার টাকার স্কুল সামগ্রী দিয়েছে
ঢাকা: পূর্ব জার্মানি বাংলাদেশের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ছাত্রদের পুনর্বাসনের জন্য ৬০ হাজার টাকার স্কুল সামগ্রী দিয়েছে। মঙ্গলবার সকালে পূর্ব জার্মান রাষ্ট্রদূত মি. লুথার ওয়েনজেল শিক্ষামন্ত্রী অধ্যাপক ইউসুফ আলীর সাথে সাক্ষাৎ করে তার কাছে উক্ত স্কুল সামগ্রী দান সম্পর্কিত একটি দলিল হস্তান্তর করেন।
পূর্ব জার্মানি প্রদত্ত উক্ত স্কুল সামগ্রীর মধ্যে রয়েছে কপিবুক, বিভিন্ন ধরনের পেনসিল, সাদা ও রঙ্গিন চেক, অঙ্কন সামগ্রী ও স্কুলে ব্যবহার্য অন্যান্য সামগ্রী। ২৩ বাক্স স্কুল সামগ্রীর একটি কিস্তি ইতােমধ্যেই চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এখানে উল্লেখযােগ্য যে, পূর্ব জার্মানি বাংলাদেশকে এ ধরনের সাহায্য এ নিয়ে দুবার দিল। ইতােপূর্বে ১৯ লাখ টাকার স্কুল সামগ্রী বাংলাদেশকে দিয়েছিল।৪৯
রেফারেন্স: ১৪ আগস্ট ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত