You dont have javascript enabled! Please enable it! 1974.08.05 | বন্যাক্লিষ্ট জেলাগুলােয় বিমানযােগে ঔষধপত্র পাঠানাে হয়েছে | বাংলার বাণী - সংগ্রামের নোটবুক

বিমানযােগে ঔষধপত্র পাঠানাে হয়েছে

ঢাকা: বন্যাক্লিষ্ট জেলাগুলাের ঔষধ ও রােগ প্রতিষেধকের মজুতের পরিমাণ বাড়ানাের জন্য জেলাগুলােতে আরাে ঔষধ ও রােগ প্রতিষেধক বিমানযােগে পাঠানাের ব্যবস্থা করা হয়েছে বলে এক সরকারি হ্যান্ড আউটে জানান হয়েছে। গত রােববার ১২ বাক্স প্রতিষেধক ও ঔষধপত্র। বিমানযােগে সিলেট পাঠানাে হয়েছে। কুমিল্লায় পাঠানাে হয়েছে ২০ হাজার কলেরা প্রতিষেধক। ১০ হাজার কলেরা প্রতিষেধক টীকা, ১ লাখ বসন্তের টীকা ও ২শ ব্যাগ ঔষধ কক্সবাজারে পাঠানাে হয়েছে। ময়মনসিংহে গত রােববার ২০ হাজার কলেরা নিরােধক টিকা, ২শ ব্যাগ ঔষধ ও ৪ লাখ বসন্তের টীকা প্রেরিত হয়েছে। এ ছাড়াও আরাে ঔষধপত্রাদি সড়ক পথে ময়মনসিংহ ও সিলেট জেলার হবিগঞ্জ মহকুমায় পাঠানাে হয়েছে।১৭

রেফারেন্স: ৫ আগস্ট ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত