খাদ্যমন্ত্রীর নির্দেশ
ঢাকা: খাদ্য, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী জনাব আবদুল মােমেন তালুকদার গতকাল উপদ্রুত এলাকায় খাদ্যশস্য পাঠানাের ব্যবস্থা ত্বরান্বিত করার জন্য মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে উপদ্রুত এলাকার সংশােধিত রেশনিং ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। মন্ত্রী বন্যা উপদ্রুত এলাকায় খয়রাতি সাহায্য বিশেষ করে গম সম্ভাব্য স্বল্প সময়ে পৌছানাের নির্দেশ দিয়েছেন। বিভিন্ন বন্যাদুর্গত এলাকায় ত্রাণসামগ্রী প্রেরণ ও বণ্টনের কাজে সমন্বয় সাধনের জন্য সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে ত্রাণ ও পুনর্বাসন প্রতিমন্ত্রী ডা. ক্ষিতীশচন্দ্র মণ্ডল এক বৈঠকে মিলিত হন।১৯
রেফারেন্স: ৫ আগস্ট ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত