You dont have javascript enabled! Please enable it! 1974.08.02 | বঙ্গবন্ধু সেনাবাহিনীকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন | বাংলার বাণী - সংগ্রামের নোটবুক

বঙ্গবন্ধু সেনাবাহিনীকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন

ঢাকা: প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভয়াবহ বন্যার ফলে উদ্ভূত যে কোন পরিস্থিতির মােকাবিলার জন্য সেনাবাহিনীকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন। ত্রাণকার্য ছাড়াও বন্যা উপদ্রুত অঞ্চলে বেসামরিক প্রশাসনকে সার্বিক সহযােগিতা দানের জন্য বঙ্গবন্ধু সেনাবাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন বলে আন্তঃসার্ভিস প্রেস বিজ্ঞপ্তির বরাত দিয়ে বাসস জানিয়েছেন।
উল্লেখ্য, সামরিক বাহিনীর লােকেরা ইতােমধ্যেই বন্যা উপদ্রুত অঞ্চলে ত্রাণকার্যে নিয়ােজিত হয়েছেন। বিশেষ করে ময়মনসিংহ এবং সিলেট জেলার সবচেয়ে ক্ষত্রিস্ত এলাকায় সেনাবাহিনী বিশেষ তৎপর রয়েছেন। এছাড়াও তারা বেতারে যােগাযােগ ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত করেছেন। ত্রাণ সামগ্রী বহনকারী মালগাড়ি যথাসময়ে নির্দিষ্ট স্থানে পৌছারও ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীর লােকেরাও ত্রাণকার্যে বেসামরিক কর্তৃপক্ষকে সহযােগিতা করছেন।৫

রেফারেন্স: ২ আগস্ট ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত