You dont have javascript enabled! Please enable it! 1974.08.02 | ব্রিটেন সাহায্যের প্রশ্ন বিবেচনা করেছে | বাংলার বাণী - সংগ্রামের নোটবুক

ব্রিটেন সাহায্যের প্রশ্ন বিবেচনা করেছে

লন্ডন: বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ আবদুস সুলতান আজ ব্রিটিশ পররাষ্ট্র দফতরে গিয়ে বাংলাদেশের ভয়াবহ বন্যা পরিস্থিতির কথা আলােচনা করেন। খবর রয়টারের। তিনি একটি লিখিত পত্রে ব্রিটেন এবং অন্যান্য দেশকে জরুরি সাহায্যের আবেদন জানান। ব্রিটেন এ সম্পর্কে শীঘ্রই খবরাখবর নিচ্ছে বলে পররাষ্ট্র দফতরের জনৈক কর্মকর্তা জানিয়েছেন।৯

রেফারেন্স: ২ আগস্ট ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত