You dont have javascript enabled! Please enable it! 1974.08.01 | নতুন করে চাষাবাদের জন্য ৫০ লাখ টাকার বীজ দেয়া হবে- ক্ষিতিশ চন্দ্র মণ্ডল | বাংলার বাণী - সংগ্রামের নোটবুক

নতুন করে চাষাবাদের জন্য ৫০ লাখ টাকার বীজ দেয়া হবে

ঢাকা: বন্যাদুর্গত এলাকায় পানি সরে যাবার পর পুনরায় নতুন করে চাষাবাদ করার জন্য সরকার। দানস্বরূপ ৫০ লাখ টাকা বীজ বিতরণের একটি কৃষি পুনর্বাসন কর্মসূচি গ্রহণ করেছেন। কৃষি প্রতিমন্ত্রী ক্ষিতিশ চন্দ্র মণ্ডল বুধবার এনার সাংবাদিকদের কাছে বলেন, কৃষি মন্ত্রণালয় ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের সহযােগিতায় বন্যায় ফসলের ক্ষতির পরিমাণ নির্ধারণ করছেন।
বন্যার পানি নেমে যাবার সাথে সাথেই বীজ বিতরণের কাজ আরম্ভ করা হবে বলে তিনি জানান। বন্যার ভয়াবহতা সম্পর্কে বলতে গিয়ে জানান যে, এবারে দেশের ৮ হাজার ৬শ ২০ বর্গমাইল জুড়ে বন্যা দেখা দিয়েছে এবং ২৩ লাখ ৫৭ হাজার ৯শ ৮৫ একর জমির আবাদী ফসল ধ্বংস করেছে। ঘরবাড়ি ভেঙে গিয়ে প্রায় ৭ লাখ টন ধান চাল বিনষ্ট হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
মন্ত্রী ক্ষিতিশ চন্দ্র মণ্ডল আরও বলেন, চাষীদের মধ্যে বিনা মূল্যে বীজ দেয়া ছাড়াও সরকার। যাতে চাষীরা ভালাে ফসল ফলাতে পারে সেজন্য সম্ভাব্য সর্ব প্রকার সাহায্য করবে। সরকারের। পুনর্বাসন কর্মতৎপরতা সম্পর্কে জানান যে, স্থানীয় রিলিফ কমিটির মাধ্যমে সরকারি সংস্থা থেকে দুর্গতদের মধ্যে তাঁবু বিতরণ করা হচ্ছে এবং যে সকল পরিবার গৃহহারা হয়েছেন তাদেরকে গৃহনির্মাণের জন্য অর্থ দান করা হচ্ছে।৪

রেফারেন্স: ১ আগস্ট ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত