You dont have javascript enabled! Please enable it!

বঙ্গবন্ধুর নিকট বুভুক্ষু দৈনিক আজাদ কর্মচারীদের ফরিয়াদ

বঙ্গবন্ধু,
আমরা জাতির খেদমত করতে চাই। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য তিন মাস আমাদের বেতন নেই। আমরা বুভুক্ষু। আজাদের আড়াইশত বুভুক্ষু কর্মচারীর প্রতি আপনি তাকান। জাতির পিতা আপনি-আজাদের আড়াইশত কর্মচারীর পিতা, আপনি আপনার উদার হস্তের কৃপা চাই আমরা। দৃঢ় বিশ্বাস রাখি আমরা নিরাশ হবাে না তাতে। ব্রিটিশ বিরােধী সংগ্রাম, মহান ভাষা আন্দোলন, ঐতিহাসিক ৬ দফা আন্দোলন, উনসত্তরের গণঅভ্যুত্থান এবং সর্বোপরি জাতীয় মুক্তি সংগ্রামে দৈনিক আজাদের ভূমিকা ছিল অত্যন্ত বলিষ্ঠ। বঙ্গবন্ধু আপনি তা জানেন দেশবাসীও তা জানে। মিথ্যা আগরতলা মামলার পাকিস্তানি শাসকগােষ্ঠী যখন আপনাকে ফাঁসি কাষ্ঠে ঝুলাবার ষড়যন্ত্রে। লিপ্ত তখন একমাত্র দৈনিক আজাদই সে ষড়যন্ত্রের বিস্তারিত বিবরণ জনসম্মুখে তুলে ধরে উনসত্তরের গণঅভ্যুত্থানের পথ উন্মুক্ত করে দিয়েছিল, দুর্বার করেছিল শিকল ভাঙার সংগ্রাম। ফাঁসির মঞ্চ থেকে ছিনিয়ে নিয়ে জাতি আপনাকে বিজয়ের মাল্য পরিয়ে দিল। ১৯৭১ সালের অসহযােগ আন্দোলনের দিনগুলােতে আজাদ নিজের অস্তিত্বকে বাজী রেখে সামরিক নির্দেশ তুচ্ছ। করে আপনার নির্দেশ বাংলার ঘরে ঘরে পৌছে দিয়েছে। স্বাধীনতার পরও অতীতের মতাে আমরা ইদানীং আজাদের কর্মচারীরা আপনার নেতৃত্বের প্রতি অবিচল আস্থা রেখে দেশ ও জাতি গঠনের সংগ্রামে নিয়ােজিত আছি। কিন্তু নিত্যন্ত পরিতাপের বিষয় আজ আমরা ৩ মাস যাবৎ বেতন না পাবার দরুন পরিবার পরিজন নিয়ে উপােস করে মৃত্যুর প্রহর গুনছি। প্রসঙ্গত উল্লেখযােগ্য যে, বর্তমান প্রশাসকের কুশাসন, স্বজনপ্রীতি ও সীমাহীন স্বেচ্ছাচারিতার ফলে দৈনিক আজাদ আজ ধ্বংসের মুখােমুখি এসে দাঁড়িয়েছে। এই ব্যাপারে অতীতে আপনার হস্তক্ষেপের ফলে আমরা কিছুটা আশান্বিত হয়েছিলাম। কিন্তু বর্তমানে আবার আমরা সীমাহীন দুঃখের অমানিশার অকুল পাথারে হাবুডুবু খাচ্ছি। সে কারণে আমরা অনন্যোপায় হয়েই আপনার কৃপা দৃষ্টি প্রার্থনায় বাধ্য হলাম। জানি দেশ বন্যার ফলে ভয়াবহ সমস্যার সম্মুখীন। জাতির পিতা হিসেবে আপনি তাই বর্তমানে জাতীয় সমস্যা নিয়ে চিন্তামগ্ন। তবুও আমরা আপনাকে বিরক্ত করতে বাধ্য হচ্ছি। দৈনিক আজাদের প্রতি আপনার যে অসীম মমত্ববােধ রয়েছে তা আমরা জানি। তাই দেশের ঐতিহ্যবাহী প্রাচীনতম দৈনিক আজাদকে ধ্বংসের হাত থেকে রক্ষার মাধ্যমে আমাদের আড়াইশত বুভুক্ষু কর্মচারীর দুঃখের বােঝা লাঘবের ব্যাপারে আপনি কৃপা দৃষ্টি নিক্ষেপ করলে আমরা চির কৃতজ্ঞ থাকব।১০১

রেফারেন্স: ৩০ জুলাই ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!