You dont have javascript enabled! Please enable it!

সরকারি কর্মচারীদের প্রতি বঙ্গবন্ধু

নাটোর: প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেলা অফিসারদের তাদের স্ব স্ব জেলায় প্রশাসনে দৃঢ় এবং বিভিন্ন সরকারি দফতর ও সংস্থার কাজে সমন্বয়ের আহ্বান জানান। বঙ্গবন্ধু আজ সকালে উত্তরা গণভবনে রাজশাহী বিভাগের ডি-আই-জি, কমিশনার, ডেপুটি কমিশনার, পুলিশ সুপার ও অন্যান্য উচ্চপদস্থ অফিসারদের উচ্চ পর্যায়ের সম্মেলনে উদ্বোধনী ভাষণ দিচ্ছিলেন। সকাল ৯ টা ৪৫ মিনিটে সম্মেলন শুরু হয় এবং ৩ ঘণ্টারও অধিক সময় ও অধিকাল ধরে সম্মেলন চলতে থাকে। অনুষ্ঠানে যােগাযােগ ও স্বরাষ্ট্রমন্ত্রী জনাব মনসুর আলী, তথ্য দফতরের প্রতিমন্ত্রী জনাব তাহের উদ্দিন ঠাকুর ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব জনাব ততাফায়েল আহমদও উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধুর সভাপতিত্বে সম্মেলন শুরু হয় ও তার ভাষণের পর স্বরাষ্ট্রমন্ত্রী জনাব মনসুর আলী সভাপতিত্ব করেন। সম্মেলনে রাজশাহী বিভাগের আইন ও শৃঙ্খলা পরিস্থিতি পাটক্রয়, বন্যা পরিস্থিতি ত্রাণকার্য চোরাচালান বিরােধী অভিযান ও খাদ্য পরিস্থিতি পর্যালােচনা করা হয়। সম্মেলন শেষে সাংবাদিকদের সাথে আলােচনাকালে জনৈক সরকারি মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রী তার ভাষণে অফিসারদের সতর্ক করে দেন যে ভবিষ্যতে কুশাসনের জন্য কৈফিয়ত চাইবে না। এবং তাদের সকলকে প্রশাসনের সর্বক্ষেত্রে দুর্নীতি ত্যাগের নির্দেশ দেন। বঙ্গবন্ধু তাদের স্মরণ করিয়ে দেন যে গত আড়াই বছরে সরকার প্রতিটি অফিসারকে তার যােগ্যতা প্রমাণের সুযােগ দিয়েছে এবং প্রশাসনকে দুর্নীতিমুক্ত করার উদ্দেশ্যে দুর্নীতিপরায়ণ ও অযােগ্য অফিসারদের সত্বর সনাক্ত করার নির্দেশ দেন।১০২

রেফারেন্স: ৩০ জুলাই ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!