You dont have javascript enabled! Please enable it!

জাসদের বৈঠকে সরকারের তীব্র সামলােচনা

ঢাকা: মঙ্গলবার জাতীয় সমাজতান্ত্রিক দলের কেন্দ্রীয় কমিটির এক বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি পর্যালােচনা করা হয়। জাসদের এক প্রেস রিলিজে একথা জানানাে হয়। বৈঠকে জনগণের সমস্যা সমাধানে ব্যর্থ হওয়ায় সরকারের তীব্র সমালােচনা করা হয়। বিবৃতিতে বলা হয়, বর্তমান সরকার দেশের কোনাে সমস্যা সমাধান করতে পারেননি। উল্টো বহু সমস্যা সৃষ্টি করেছে। সমস্যা সমাধানের জন্য গণআন্দোলনের ওপর গুরুত্ব আরােপ করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এতে আরও বলা হয় যে, বাংলাদেশের যে জনতা দেশমাতৃকার স্বাধীনতার জন্য অকাতরে রক্ত দিয়েছে সেই জনতা আজ অনাহারে অর্ধাহারে বন্যায় প্রাকৃতিক দুর্যোগে কলেরায়, বসন্তে, মহামারীতে অকালমৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। জাসদের বৈঠকে আরও অভিযােগ করা হয় যে, সরকারের নবগঠিত ফায়ারিং স্কোয়াডের বিধান মৌলিক অধিকারের পরিপন্থী।১০৪

রেফারেন্স: ৩০ জুলাই ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!