ত্রাণ কার্য সুসংহত করার জন্য ৪জন অফিসার নিয়ােগের নির্দেশ
উত্তরা গণভবন: প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বন্যা দুর্গত অঞ্চলের জনগণের মধ্যে ত্রাণ কার্য পরিচালনার উদ্দেশ্যে অবিলম্বে ৪ জন উচ্চপদস্থ কর্মকর্তা নিয়ােগ করার জন্য নির্দেশ দিয়েছেন। এই ৪ জন অফিসারের ২ জন সিলেট জেলার সুনামগঞ্জ ও হবিগঞ্জে এবং অপর দুজন ময়মনসিংহ জেলার কিশােরগঞ্জ ও নেত্রকোনায় নিয়ােগ করা হয়েছে। সােমবার এখানে পৌছার পর বঙ্গবন্ধু সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি এ নির্দেশ দেন। বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারযােগে ঢাকা থেকে নাটোর যাবার পথে তিনি মােহনগঞ্জ, ধর্মপাশা, বারহাট্টা এবং কিশােরগঞ্জের বন্যাদুর্গত অঞ্চলসমূহ অবলােকন করেন। নাটোরে ৪দিন ব্যাপী সফরে উদ্দেশ্যে বঙ্গবন্ধু ঢাকা ত্যাগ করেন। ঢাকা থেকে নাটোরের পথে তিনি বন্যা দুর্গত অঞ্চলের উপর দিয়ে অতিক্রম করেন। সাধারণত ঢাকা থেকে নাটোর যেতে বিমানে ৪৫ মিনিট সময় লাগে। কিন্তু যে বিমানটি বঙ্গবন্ধু ও তার দলের সদস্যদের নিয়ে এসেছে তার সময় লেগেছে ২ঘণ্টা ২০ মিনিট। বঙ্গবন্ধু তার ভ্রমণ পথে বিভিন্ন স্থানে বন্যাদুর্গত এলাকাসমূহ জরিপ করেন বলে এই অতিরিক্ত সময় লেগেছে। বিভিন্ন স্থানে বন্যার পানিতে প্লাবিত গ্রাম, শস্যক্ষেতে ধ্বংসলীলা দেখে বঙ্গবন্ধু বিচলিত হয়ে পড়েন। বন্যাদুর্গত এলাকার অনেক ঘরবাড়ি পানিতে ডুবে গেছে। সরকারি সূত্রে প্রকাশ ময়মনসিংহ জেলার ধরমপাশা, মােহনগঞ্জ, বারহাট্টা, নেত্রকোনা, কিশােরগঞ্জ ও সিলেট জেলার সমগ্র সুনামগঞ্জ মহকুমার শতকরা ৯০ ভাগ ক্ষেতের ফসল দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি নির্দেশ দানকালে বঙ্গবন্ধু বলেন, প্রয়ােজন হলে বন্যাদুর্গত অঞ্চলে ত্রাণ কার্য সুসংহত করার জন্য আরাে অফিসার নিয়ােগ করা হবে। এখানে উল্লেখ করা যেতে পারে যে, ত্রাণকার্য সুসংহত করার জন্য ৪টি মহকুমায় ৪ জন উচ্চপদস্থ অফিসার নিয়ােগ করা হয়েছে। সরকারের সাথে যােগাযােগ করে এবং স্ব স্ব এলাকায় ত্রাণ কার্য পরিচালনা করবেন। বঙ্গবন্ধু বন্যা দুর্গত এলাকার উপর দিয়ে অতিক্রম করবেন। এ সফরকালে বঙ্গবন্ধুর সাথে ছিলেন স্বরাষ্ট্র ও যােগাযােগমন্ত্রী জনাব মনসুর আলী, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব জনাব তােফায়েল আহমদ, তথ্য ও বেতার প্রতিমন্ত্রী জনাব তাহেরউদ্দিন ঠাকুর। বঙ্গবন্ধু এখানে এসে পৌছালে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ স্থানীয় সংসদ সদস্যগণ ও অন্যান্য উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা তাকে আন্তরিক অভ্যর্থনা জানান। পুলিশের একটি দল বঙ্গবন্ধুকে গার্ড অব অনার প্রদান করেন।৯৮
রেফারেন্স: ২৯ জুলাই ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত