আন্তর্জাতিক সমুদ্রে সকল জাতির সমান মর্যাদা দিন
ক্যারাকাস: জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা জনাব বিচারপতি আবু সাঈদ চৌধুরী এখানে অনুষ্ঠিত সমুদ্র আইন সম্মেলনে সকল জাতির সমান মর্যাদার দাবী করে আন্তর্জাতিক সমুদ্রে বৃহৎ শক্তিবর্গের প্রভুত্বের বিরােধিতা করেন। বিচারপতি আবু সাঈদ চৌধুরী গত শুক্রবার সমুদ্র আইনসংক্রান্ত সম্মেলনের বিশেষ অনুষ্ঠানে বক্তৃতা প্রসঙ্গে এ কথা বলেন। এখানে উল্লেখ করা যেতে পারে গত মাস থেকে এখানে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এখানে আরাে উল্লেখ করা যেতে পারে যে, জাতিগত ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সম্মিলিত আলােচনার মাধ্যমে আন্তর্জাতিক সমুদ্র সীমারেখা নির্ণয় করা উচিত বলে তিনি মন্তব্য করেন। জনাব চৌধুরী উক্ত কমিটিতে বক্তৃতা প্রসঙ্গে আরাে বলেন যে, এই ভাবে সমুদ্রসংক্রান্ত একটি আন্তর্জাতিক সংস্থা গঠনের পর সমুদ্রের সীমারেখা নির্ণয়ের ক্ষেত্রে একটা আইনসঙ্গত পরিবেশের সৃষ্টি হতে পারে। বাংলাদেশ প্রতিনিধিদল ইতােপূর্বে জানিয়েছে যে, বাংলাদেশ তার সমুদ্রে ১২ মাইল আর অর্থনৈতিক এলাকায় ২ মাইল বলে ঘােষণা করেছেন। তিনি আরাে বলেন যে, একমাত্র অর্থনৈতিক এলাকা ছাড়া কোন জাতি বাংলাদেশের সাথে অর্থনৈতিক উন্নয়ন সাধন সম্ভব না। জনাব চৌধুরী দাবী করেন যে, আন্তর্জাতিক সংস্থা কোন ব্যক্তি বা দেশ কর্তৃক পরিচালিত হবে না।১০০
রেফারেন্স: ২৯ জুলাই ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত