দু’সপ্তাহের মধ্যে রপ্তানি নীতি ঘােষণা করা হবে
ঢাকা: বাণিজ্য দফতরের প্রতিমন্ত্রী দেওয়ান ফরিদ গাজী ঢাকায় তথ্য প্রকাশ করেন যে, সরকার আগামী দু’সপ্তাহের মধ্যে রপ্তানি নীতি ঘােষণা করবেন। তিনি রপ্তানি নীতি ব্যুরাে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন যৌথ উদ্যাগে আয়ােজিত সপ্তাহব্যাপী এক সেমিনারের সমাপ্তি অধিবেশনে প্রধান অতিথির ভাষণে এই তথ্য প্রকাশ করেন। সেমিনারে সভাপতিত্ব করেন ভাইস চ্যান্সেলর ড. এ মতিন চৌধুরী। প্রতিমন্ত্রী সেমিনারে অংশগ্রহণকারী ২০ জনকে পুরস্কার দেন। তিনি প্রসঙ্গত এই মর্মে আশা প্রকাশ করেন যে, নতুন আমদানি নীতি বৈদেশিক মুদ্রা অর্জনের পরিমাণ বৃদ্ধি করতে সাহায্য করবে। সরকার রপ্তানিকারকদের রপ্তানি বৃদ্ধির জন্য সব রকম সাহায্য ও উৎসাহ দেবেন বলে মন্ত্রী মহােদয় উল্লেখ করেন। ভাইস চ্যান্সেলর ড. চৌধুরী সেমিনারে ভাষণ দানকালে বলেন যে, এই সেমিনার অনুষ্ঠানের ফলে রপ্তানি বৃদ্ধিতে সহায়তা করবে।৯১
রেফারেন্স: ২৬ জুলাই ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত