You dont have javascript enabled! Please enable it!

মেঘনার ভাঙ্গন পরিদর্শনে বঙ্গবন্ধু

চাঁদপুর: প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নদীর ভাঙন থেকে চাঁদপুর শহর রক্ষার জন্য অবিলম্বে কার্যকরী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। প্রমত্তা মেঘনা নদীর ভাঙ্গনের ফলে এই নদী বন্দর যে হুমকির সম্মুখীন হয়েছে তা সরেজমিনে দেখার জন্য বঙ্গবন্ধু আজ এখানে আসেন। তিনি শহরটি রক্ষার জন্য সকল সম্পদ কাজে লাগানাের জন্য সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতি আহ্বান জানান। প্রধানমন্ত্রী আই ডরু টি এর ইনভেস্টিগেটর জাহাজে সরকারি কর্মকর্তাদের এক উচ্চ পর্যায়ের বৈঠকে উপরােক্ত নির্দেশ দান করেন। তিনি এই জাহাজযােগে আজ ঢাকা থেকে এখানে। আগমন করেন। বঙ্গবন্ধু চাঁদপুর শহর রক্ষার জন্য জরুরি ভিত্তিতে প্রয়ােজনীয় ৩ লক্ষ ঘনফুট বােল্ডার সরবরাহের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী আগামী ৩ সপ্তাহের মধ্যে প্রয়ােজনীয় বােল্ডার চাঁদপুরে বহন করে নেয়ার জন্য রেল কর্তৃপক্ষ ও পানি উন্নয়ন বাের্ডের প্রতি নির্দেশ দিয়েছেন। বঙ্গবন্ধু আগামী ৩ মাসের মধ্যে চাঁদপুর শহর রক্ষার জন্য একটি ব্যাপক পরিকল্পনা পেশের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নির্দেশ দিয়েছেন। বঙ্গবন্ধুর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত পর্যায়ের বৈঠকে বন্যা নিয়ন্ত্রণ মন্ত্রী জনাব আবদুর রব সেরনিয়াবাত, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব জনাব তােফায়েল আহমেদ, তথ্য ও বেতার মন্ত্রী জনাব তাহের উদ্দিন ঠাকুর, পার্লামেন্টের সদস্যবর্গ, অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নে নিশ্চয়তা বিধানের জন্য এই ব্যাপারে জনাব মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটি কাজের অগ্রগতি ও সমস্যা সম্পর্কে বন্যা নিয়ন্ত্রণ মন্ত্রীর কাছে রিপাের্ট পেশ করেন। এছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশ তদারকীর জন্য ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পূর্বাহ্নে বঙ্গবন্ধু যখন রেডক্রসের একটি মােটর লঞ্চে ভাঙনস্থল পরিদর্শনে যান তখন হাজার হাজার লোেক তাকে সংবর্ধনা জানান।৮৭

রেফারেন্স: ২৫ জুলাই ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!