You dont have javascript enabled! Please enable it! 1974.07.25 | দেশীয় সম্পদের সঠিক ব্যবহার করতে হবে- ড. কামাল হােসেন | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

দেশীয় সম্পদের সঠিক ব্যবহার করতে হবে

ঢাকা: পররাষ্ট্র, প্রাকৃতিক সম্পদ, আণবিক শক্তি ও বিজ্ঞান গবেষণা বিষয়ক মন্ত্রী ড. কামাল হােসেন দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিকে মােকাবিলা করার উদ্দেশ্যে দেশীয় সম্পদের সঠিক ব্যবহার ও রপ্তানি বৃদ্ধির আহ্বান জানান। ঢাকা জগন্নাথ কলেজের এক অনুষ্ঠানে গত বুধবার তিনি প্রধান অতিথির ভাষণ দিচ্ছিলেন। বক্তৃতা প্রসঙ্গে তিনি বলেন, গত অক্টোবর মাসে মধ্যপ্রাচ্য যুদ্ধ বাধার ফলে সারা বিশ্বে যে অর্থনৈতিক বিপর্যয়ের সৃষ্টি হয় তাতে সবচেয়ে বেশি ক্ষস্তি হয়েছে বাংলাদেশসহ আরাে ২০টি দেশ। প্রতিটি দেশপ্রেমিক নাগরিককেই এ বাস্তবতা অনুধাবন করে সাহসের সাথে চ্যালেঞ্জ মােকাবিলা করা উচিত বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, বিশ্বে মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে। এবং বাংলাদেশ এখন অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে এগিয়ে চলছে। এতে হতাশ হওয়ার কোন কারণ নেই। দেশের সর্বস্তরের মানুষ যদি শৃঙ্খলার সাথে কঠোর পরিশ্রম করে যায় তবে অচিরেই লক্ষ্যে পৌঁছানাে সম্ভব হবে। উৎপাদন স্বল্পতা ও বাজারে বিভিন্ন দ্রব্যের অভাবেই মজুতদার, চোরাকারবারী ও অন্যান্য সমাজবিরােধী উৎসাহ দেন। মানুষের দুঃখ দুর্দশাকে মূলধন করে যারা ব্যবসা করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য ছাত্র সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।৮৮

রেফারেন্স: ২৫ জুলাই ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত