ভাসানী-ন্যাপের বিভিন্ন সভায় ভাসানীসহ সকল ন্যাপ নেতার মুক্তি দাবী
ঢাকা: ভাসানী-ন্যাপ চাঁদপুর মহকুমা শাখার সভাপতি জনাব মােহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারী, সাধারণ সম্পাদক অধ্যাপক সফিউল আজম শাহজাহান এবং জনাব আশেক আলীসহ দশজন নেতা শ্রদ্ধেয় জননেতা মওলানা ভাসানী সহ জনাব মশিউর রহমান, নুরুর রহমান, সিরাজুল হক মন্টু, ফজলে লােহানীসহ অসংখ্য গ্রেফতারকৃত ন্যাপ কর্মীর মুক্তির দাবী করেছেন। সম্প্রতি চাঁদপুর ভাসানী-ন্যাপ নেতৃবৃন্দ এক যুক্ত বিবৃতিতে দেশে গণতন্ত্র সুষ্ঠুভাবে বিকাশের জন্য বিরােধী দলের ওপর এরকম হামলা বন্ধের দাবী জানান।
চুয়াডাঙ্গা ন্যাপ: গত ৩ জুলাই চুয়াডাঙ্গা ভাসানী-ন্যাপের উদ্যোগে ন্যাপ প্রধান মওলানা ভাসানী, সাধারণ সম্পাদক জনাব মশিউর রহমান, ন্যাপ নেতা নুরুর রহমান, জাতীয় লীগ নেতা জনাব অলি আহাদ, প্রাচ্যবার্তা সম্পাদক জনাব ফজলে লােহানী, ন্যাপ নেতা সিরাজুল হক মন্টু সহ ন্যাপ ও ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দ গ্রেফতারের প্রতিবাদে সংগঠনের কার্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা মহকমা ভাসানী-ন্যাপের সহ-সভাপতি জনাব জোব্বার মন্ডল। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জনাব থানা ন্যাপের প্রচার সম্পাদক জনাব নূরুল ইসলাম, ন্যাপ নেতা বগা মিয়া, জাতীয় ছাত্রদলের বিশিষ্ট নেতা মােহাম্মদ ইসমাইল।
পাবনা ন্যাপ: পাবনা জেলার ভাসানী-ন্যাপের সাধারণ সম্পাদক জনাব মুরাদুজ্জামান, বিশিষ্ট ন্যাপ নেতা জনাব মােবারক হােসেন, অ্যাডভােকেট আবুল কাশেম বিশ্বাস, অ্যাডভােকেট হায়দার আলী, শ্রী হেমন্ত বসাকসহ ২০ জন ন্যাপ নেতা সম্প্রতি এক যুক্ত বিবৃতিতে সরকার ১৪৪ ধারা জারি করায় ক্ষোভ প্রকাশ করেন এবং সরকারের এহেন অগণতান্ত্রিক কার্যকলাপের তীব্র নিন্দা করেছেন। যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ ভাসানী-ন্যাপের প্রধান মওলানা ভাসানীসহ সকল রাজবন্দির মুক্তি দাবী করেছেন।৮৩
রেফারেন্স: ২৩ জুলাই ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত