You dont have javascript enabled! Please enable it! 1974.07.22 | বন্যা দুর্গতদের রক্ষার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চাই: বঙ্গবন্ধু | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

বন্যা দুর্গতদের রক্ষার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চাই: বঙ্গবন্ধু

ঢাকা: প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বর্তমান বন্যায় দারুণভাবে ক্ষতিগ্রস্ত দেশের ১১টি জেলার দুস্থ মানুষকে রক্ষার করার জন্য ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের প্রতি সর্বাত্মক প্রচেষ্টা চালানাের নির্দেশ দিয়েছেন। সরকার সম্পদের যতটুকু পারা যায় তা দ্বারা দুর্গত মানুষের প্রতি সম্ভাব্য সকল সাহায্য দানের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে উল্লেখ করা হয়। তিনি মানুষের দুর্দশা মােচনের উদ্দেশ্যে দুর্গত এলাকায় খাদ্যদ্রব্যসহ প্রয়ােজনীয় ত্রাণ সামগ্রি প্রেরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নির্দেশ দেন। ত্রাণ, পুনর্বাসন খাদ্য ও বেসামরিকমন্ত্রী জনাব আবদুল মােমিন সংসদ ভবনে তার চেম্বারে সাংবাদিকদের কাছে একথা প্রকাশ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী জানিয়েছেন যে, ঢালু অঞ্চলের মানুষকে পাহাড়ের ঢালের পানির হাত থেকে রক্ষা করার জন্যও ভবিষ্যতে বিশেষ বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনাব আবদুল মােমিন কাল প্রধানমন্ত্রীর সাথে দেখা করে দেশের সার্বিক বন্যা পরিস্থিতি সম্পর্কে তাকে অবহিত করেন। জনাব মােমিন বন্যা দুর্গত জনগণকে সাহায্য করার উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে উদার হস্তে দান করার জন্য দেশের অবস্থাসম্পন্ন লােকদের প্রতি আহ্বান জানান।৭৯

রেফারেন্স: ২২ জুলাই ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত