You dont have javascript enabled! Please enable it!

বাজেট অধিবেশন সমাপ্ত

সংসদ ভবন: রাষ্ট্রপতি জনাব মােহাম্মদ উল্লা সােমবার এক আদেশে জাতীয় সংসদের ১৯৭৪-৭৫ অর্থবছরের বাজেট অধিবেশনের সমাপ্তি ঘােষণা করেছেন। অধিবেশন গত জুন মাসের ৩ তারিখে শুরু হয় এবং এতে মােট ৩৭টি বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘ ৩৭ দিন ব্যাপী এই বাজেট অধিবেশনে ১৯৭৪-৭৫ অর্থবছরের বাজেট পেশ ছাড়াও মােট ৩২বিল উত্থাপিত এবং পাস হয়। এ সময় মােট ১১৯টি সিদ্ধান্ত প্রস্তাব উত্থাপন করা হয় এবং এর মধ্যে ৯৩ টি স্পীকার কর্তৃক গৃহীত হয়। বাজেট অধিবেশনে মােট ৩০৭৩ প্রশ্ন করা হয়। তাছাড়া এই সময় ভারতের মহামান্য রাষ্ট্রপতি মি. ভি ভি গিরিও সংসদের উদ্দেশ্যে ভাষণদান করেন। গতকাল সােমবার সংসদের বাজেট অধিবেশনের সমাপ্তি দিবসে পরিষদের ডেপুটি নেতা শিল্পমন্ত্রী সৈয়দ নজরুল ইসলাম সমাপনী ভাষণ প্রদান করেন। সৈয়দ নজরুল ইসলাম তার ভাষণে স্পীকার, ডেপুটি স্পীকার, সংসদ সদস্য বিরােধী দলের সদস্য, সংসদ সচিবালয়ের কর্মচারী এবং সংবাদপত্রের সাংবাদিকদের, পরিষদ নেতা বঙ্গবন্ধু এবং তার নিজের তরফ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন। জনাব শিল্পমন্ত্রী তার ভাষণে বিরােধী দলের সদস্যদের বিভিন্ন বক্তব্যের প্রশংসা করে বলেন,তারা বাজেটের ওপর সাধারণ আলােচনা যেসব বক্তব্য এবং প্রস্তাব রেখেছেন তাতে সরকার উপকৃত হবে। এছাড়া বিভিন্ন সরকারি ও বেসরকারি সদস্য যে সব প্রশ্ন করেছেন তাতেও সরকার উপকৃত হয়েছে বলে জনাব নজরুল ইসলাম উল্লেখ করেন। তিনি সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বাজেটের যে অর্থনৈতিক কার্যক্রমের প্রস্তাব রয়েছে তা সুষ্ঠু বাস্তবায়নের জন্য সকল মহলের সহযােগিতা প্রয়ােজন। তিনি বলেন এই অধিবেশনে যে সব আইন পাস করা হয়েছে তা সবগুলােই জনগণের কল্যাণের জন্য। জনগণের সহায়তা কামনা করে তিনি বলেন যে, তা না হলে কোন আইনের বাস্তবায়ন সম্ভব নয়। সংসদের অধিবেশন শেষ হয়ে যাওয়ায় সংসদ সদস্যগণ নিজ নিজ এলাকায় বন্যা দুর্গত জনগণের সেবায় কাজ করতে পারবেন। সরকার ত্রাণ কার্যে সহযােগিতা করবেন বলে তিনি আশা প্রকাশ করেন। জাতীয় সংসদের বিরােধী দলীয় সদস্য জনাব আবদুল্লাহ সরকার এবং জনাব আবদুস সাত্তার এরপর ধন্যবাদ সূচক ভাষণদান করেন। সদস্যদের ভাষণ শেষ হলে ডেপুটি স্পীকার পরিষদের বাজেট অধিবেশনে কার্যক্রম পড়ে শােনান। রাষ্ট্রপতির আদেশ অনুসারে পরিষদের বাজেট অধিবেশন সমাপ্তি ঘােষণা করেন।৮০

রেফারেন্স: ২২ জুলাই ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!