You dont have javascript enabled! Please enable it! 1974.07.22 | সংসদের সমাপ্তি দিবসে ৫টি বিল পাস | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

সংসদের সমাপ্তি দিবসে ৫টি বিল পাস

সােমবার জাতীয় সংসদের ১৯৭৪-৭৫ অর্থবছরের বাজেট অধিবেশনের সমাপ্তি দিবসে মােট ৫টি বিল পাস হয়েছে। যে সব বিল গতকাল পাস হয়েছে সেগুলাে হচ্ছে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ দি স্টেট একুইজিশন এ্যান্ড টেনান্সি (এমেন্ডমেন্ট) বিল ১৯৭৪, দি ফায়ার সার্ভিস (এমেন্ডমেন্ট) বিল ১৯৭৪, বাংলাদেশ আইনজীবী ও বার কাউন্সিল (দ্বিতীয় সংশােধনী বিল ১৯৭৪) এবং দি মেটারনিটি বেনিফিট টি এস্টেট (সংশােধনী) বিল ১৯৭৪ এই বিলগুলাে উত্থাপন করেন যথাক্রমে আইনমন্ত্রী শ্রী মনােরঞ্জন ধর, ভূমি সংস্কার ও ভূমি প্রশাসন মন্ত্রী শ্রী ফণীভূষণ মজুমদার, স্বরাষ্ট্রমন্ত্রী জনাব এম এ মনসুর আলী এবং স্বাস্থ্যমন্ত্রী জনাব আবদুল মান্নান। এছাড়া শী। মনােরঞ্জন ধর সংসদের কার্যপ্রণালী বিধি সম্পর্কিত স্থায়ী কমিটির রিপাের্ট গ্রহণ করার প্রস্তাব তােলেন। রিপাের্টটি কণ্ঠ ভােটে গৃহীত হয়।৮১

রেফারেন্স: ২২ জুলাই ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত