বাংলাদেশ-পােল্যান্ডের মৈত্রী বন্ধন আরাে দৃঢ় হবে
ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল হােসেন বলেছেন, বাংলাদেশ ও পােল্যান্ডের মধ্যে বর্তমানে যে অর্থনৈতিক সম্পর্ক গড়ে উঠেছে তা দুদেশের মৈত্রী বন্ধনকে আরাে দৃঢ়তর করবে। পররাষ্ট্রমন্ত্রী রবিবার বাংলাদেশ পােল্যান্ড মৈন্ত্রী সমিতি কর্তৃক স্থানীয় একটি প্রেক্ষাগৃহে আয়ােজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দিচ্ছিলেন। পােল্যান্ডের ৩০তম জাতীয় দিবস উপলক্ষে আয়ােজিত এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের সহ-সভাপতি জনাব। মহিউদ্দিন আহমদ। ড. কামাল বলেন, বাংলাদেশ ও পােল্যান্ডের মধ্যে বর্তমানে অত্যন্ত ঘনিষ্ঠ ও বাণিজ্য সম্পর্ক গড়ে উঠেছে। সাম্প্রতিকালে স্বাক্ষরিত দুদেশের বাণিজ্য চুক্তির কথা উল্লেখ করে তিনি বলেন, এই চুক্তিসমূহ দীর্ঘস্থায়ী বন্ধুত্বেরই স্বাক্ষর। সভাপতির ভাষণে জনাব মহিউদ্দিন আহমদ সাম্রাজ্যবাদী ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে সমাজতান্ত্রিক দেশগুলাের ঐক্য ও সংহতির উপর গুরুত্ব আরােপ করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশে নিযুক্ত পােল্যান্ডের রাষ্ট্রদূত মি. রাইজেস্কি, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব জিল্লুর রহমান ও মােজাফফর পন্থী ন্যাশনাল আওয়ামী পার্টির সাধারণ সম্পাদক শ্রী পঙ্কজ ভট্টাচার্য।৭৫
রেফারেন্স: ২১ জুলাই ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত