বাংলাদেশ-মিশর বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত
কায়রাে: বাণিজ্য, বহির্বাণিজ্য দফতরের মন্ত্রী খােন্দকার মােশতাক আহমদ দুদেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছেন বলে এনার বিশেষ প্রতিনিধি এ কথা এক তারবার্তার মাধ্যমে জানিয়েছেন। মন্ত্রী দীর্ঘ ৬দিন ব্যাপী ইরাক সফরের পর গত বৃহস্পতিবার কায়রাে এসে পৌছান। ইরাকে অবস্থানের সময় মন্ত্রী ইরাকে বিপ্লব দিবস অনুষ্ঠানে যােগদান করেন এবং দুদেশের অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের ব্যাপারে আলােচনা করেন। এছাড়া দুদেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধির জন্য অর্থমন্ত্রীর সাথে আলােচনায় মিলিত হন। সংবাদে বলা হয় যে, ইরাক বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে আগ্রহী।৭৩
রেফারেন্স: ২০ জুলাই ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত