বাংলা-ভারত বন্ধুত্ব আরাে জোরদার হবে
ঢাকা: বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব জিল্লুর রহমান বলেছেন যে, বাংলাদেশ-ভারত বন্ধুত্ব আরাে স্থায়ী হবে এবং দুদেশের জনগণের স্বার্থে দিন দিন তা আরাে জোরদার হবে। বাংলাদেশে নিযুক্ত ভারতের প্রেস কাউন্সিলর মি. সুব্রত মুখার্জি ও মিসেস পূরবী মুখার্জীর বিদায় উপলক্ষে আয়ােজিত এক সভায় তিনি ভাষণ দিচ্ছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় পাঠাগারে বিকেলে এক সংবর্ধনা সভার আয়ােজন করেন। পাঠাগার সম্পাদক জনাব মােস্তফা সরােয়ার তার সংক্ষিপ্ত ভাষণে বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় দুদেশের বন্ধুত্বের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সভায় বাংলাদেশ মহিলা সমিতির সম্পাদিকা মিসেস আইভি রহমান, আওয়ামী লীগ নেতা জনাব নুরুল ইসলাম ও বিপুল সংখ্যক কর্মী উপস্থিত ছিলেন। মিসেস মুখার্জিকে কিছু উপহার দেয়া হয়।৭১
রেফারেন্স: ১৯ জুলাই ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত