You dont have javascript enabled! Please enable it! 1971.09.08 | ঘটনাপঞ্জি ৮ সেপ্টেম্বর ১৯৭১ - সংগ্রামের নোটবুক

Ref: ইত্তেফাক ৮ সেপ্টেম্বর ১৯৭১

শিরোনাম

প্রতিরক্ষা দিবসের শপথ দেশের অখণ্ডতা ও সংহতি অক্ষুন্ন রাখা হইবে।
পাকিস্তান বিমান বাহিনী যে – কোন অবস্থার মোকাবিলা করিতে প্রস্তুত বিমান বাহিনী দিবসে এয়ার মার্শাল এ, রহিম খানের ঘোষণা।
বিমান বাহিনী দিবসে ঢাকায় আকর্ষণীয় প্যারেড।
বিভিন্ন স্থানে ৭ জন ভারতীয় এজেন্ট ও বিদ্রোহী নিহত।
৭৪ নং সামরিক আইন বিধি আরো সংশোধন
মাহমুদ আলী বলেন ক্ষমতা হস্তান্তরের সময় এখনও আসে নাই
পাকিস্তানের প্রতি চীনের সমর্থন পুনরুল্লেখ।
আইন – আদালত বাধ্যতামূলক অবসর গ্রহণের আদেশ অবৈধ ঘোষণা।
কর্ণেল গাদ্দাফীর পাকিস্তান সফরের আমন্ত্রণ গ্রহণ
সমস্যার সমাধান প্রসঙ্গে ফরিদ আহ্‌মদ।
পরিত্যাক্ত সম্পত্তি ’কনভেনশন লীগারদের দখলে নাই’ ভুট্টোর বিবৃতি সম্পর্কে কনভেনশন লীগ মুখপাত্র।

বিশেষ দ্রষ্টব্য –
কিছু কিছু সংবাদ দুই বা তার বেশী কলামে ছাপানো হয়েছে। সেক্ষেত্রে পেপার কাটিং নেবার সময় একবারে উপর থেকে নীচে নেয়া হয়েছে। এক্ষেত্রে পাঠককে যদি একই খবরের ২/৩ টি ছবি থাকে (দুই বা তার বেশী কলামের) তাহলে বাম দিকের কলাম গুলো আগে পড়তে হবে এরপর আবার একই খবরের প্রথম ছবিটার থেকে ডান দিকের কলামগুলো পড়ে আসতে হবে।