You dont have javascript enabled! Please enable it! 1971.06.18 | শরণার্থীদের রেশন কাটা চলবে না | দেশের ডাক - সংগ্রামের নোটবুক

শরণার্থীদের রেশন কাটা চলবে না

মার্কসবাদী কমিউনিস্ট পার্টির ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদকমণ্ডলীর পক্ষ থেকে নিম্নলিখিত বিবৃতি প্রচার করা হয়েছে।
‘ত্রিপুরা সরকার এক বিজ্ঞপ্তিতে ১৪ জুন থেকে শরণার্থীদের রেশন দৈনিক মাথা পিছু ৪ শত গ্রাম থেকে কমিয়ে তিনশত গ্রাম করেছেন, অপ্রাপ্ত বয়স্কদের করেছেন দেড় শত গ্রাম। একশত গ্রাম চালের পয়সা দিয়ে কাঁঠাল, আনারস কিনে দিতে বলেছেন।
‘আমরা এই রেশন কমানাের প্রতিবাদ করছি। শ্রমজীবীদের পক্ষে ৪ শত গ্রাম চালে এক বেলার খােরাকি হয় না। তা থেকে চাল কমাননার অর্থ শরণার্থীদের অনাহারে রাখা। তাছাড়া যে সময় ত্রিপুরার স্থানীয় গরিব জনতাকে কাঁঠাল খেয়ে দিন কাটাতে হয় সে সময় শরণার্থীদের কাঁঠাল সরবরাহ হলে স্থানীয় গরিব জনতাও অনাহারে থাকবে, কাঁঠালের দর বেড়ে যাবে।’
‘আমরা দাবি করি, চাল যে পরিমাণ কমানাে হয়েছে সে পরিমাণ গম শরণার্থীদের দেয়া হােক এবং প্রয়ােজন হলে বিমানে গম আনানাের ব্যবস্থা করা হবে।

সূত্র: দেশের ডাক
১৮ জুন, ১৯৭১
৩ আষাঢ়, ১৩৭৮