You dont have javascript enabled! Please enable it!

চারটি বিল গৃহীত

সংসদ ভবন: জাতীয় সংসদে বুধবার ঢাকা মিউনিসিপ্যাল বিলসহ চারটি বিল গৃহীত এবং আরাে দুটি নতুন বিল উত্থাপিত হয়েছে। ঢাকা মিউনিসিপ্যাল কর্পোরেশন বর্তমানে ঢাকা ও গুলশান পৌরসভা, মীরপুর, হরিরামপুর ইউনিয়ন এবং সাতারকূল ইউনিয়নের মৌজা মিরের দিয়া, উলন, বাড্ডা ও ভাটারার অংশ নিয়ে গঠিত হয়েছে। মেয়র ও ডেপুটি মেয়রসহ ৭২ জন কমিশনার মিউনিসিপ্যাল কর্পোরেশনে থাকবে। সরকার যেদিন থেকেই স্থির করবেন সেদিন থেকে এই আইন কার্যকর হবে। কৃষি, স্থানীয় সরকার, পল্লীউন্নয়ন ও সমবায় মন্ত্রী জনাব আবদুস সামাদ বিলটি সংসদে বিবেচনার জন্য পেশ করেন। ৬টি সরকারি সংশােধনীসহ বিলটি গৃহীত হয়। নির্দলীয় সদস্য জনাব আবদুল্লাহ সরকারের দুটি সংশােধনী প্রস্তাব সংসদে অগ্রাহ্য হয়ে যায়। আর যে তিনটি বিল গতকাল সংসদে গৃহীত হয়েছে তা হল ১৯৭৪ সালের বাংলাদেশ ল’ ডিভি ডিক্লারেশন সংশােধনী বিল, ১৯৭৪ সালে সংসদের স্পীকার ও ডেপুটি স্পীকার পারিতােষিক ও সুবিধাবলী বিলসহ ১৯৭৪ সালের পাট (সংশােধনী) বিল। আইনমন্ত্রী শ্রী মনােরঞ্জন ধর প্রথম বিল দুটি এবং পাট প্রতিমন্ত্রী জনাব মােসলেমউদ্দিন খান সে বিলটি সংসদে পেশ করেন। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী জনাব মনসুর আলী ১৯৭৪ সালে ফায়ার সার্ভিস (সংশােধনী) বিল এবং আইনমন্ত্রী শ্রী মনােরঞ্জন ধর ১৯৭৪ বাংলাদেশ আইনজীবী এবং বার কাউন্সিল (২য় সংশােধনী) বিল সংসদে উত্থাপন করেন। সংসদের বৈঠক বৃহস্পতিবার বিকেল ৪ ঘটিকায় পুনরায় বসবে।৬১

রেফারেন্স: ১৭ জুলাই ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!