সরকারের নয়া পুঁজি বিনিয়ােগের নীতি ঘােষণা, শিল্পে সর্বোচ্চ ৩ কোটি টাকা বেসরকারি বিনিয়ােগের অনুমতি দান
ঢাকা: শিল্পমন্ত্রী সৈয়দ নজরুল ইসলাম শিল্পে বেসরকারি মূলধন বিনিয়ােগের সর্বোচ্চ সীমা ২৫ লাখ টাকা থেকে ৩ কোটি টাকায় বৃদ্ধি করার সরকারি সিদ্ধান্ত ঘােষণা করেছেন। সকালে শিল্পমন্ত্রী তার মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে সরকারের পুঁজি বিনিয়ােগের নীতি ঘােষণা প্রসঙ্গে বলেন, মােটামুটি বড় ধরনের যে কোনাে শিল্প স্থাপনের জন্য প্রয়ােজনীয় ভূমি ও যন্ত্রপাতির মূল্য ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় এবং বেসরকারি খাতে বিনিয়ােগের সুযােগ বৃদ্ধি করার জন্য সরকার বেসরকারি মূলধন নিয়ােগের সীমা বাড়িয়ে দিচ্ছেন। তিনি সুস্পষ্টভাবে বলেন, এটা করে আমরা আমাদের বিঘােষিত লক্ষ্য থেকে সরে যাচ্ছি না।
শিল্পমন্ত্রী আরাে বলেন, সরকার স্থানীয় শিল্পোদ্যোক্তাদের সাথে মিলিতভাবে বেসরকারি খাতে বিদেশি পুঁজি বিনিয়ােগের অনুমতি দান করবেন। শুধুমাত্র যে সব শিল্পক্ষেত্রে কারিগরি জ্ঞান স্থানীয়ভাবে সহজলভ্য নয়, জটিল প্রযুক্তিবিদ্যা ও বিরাট আকারের মূলধন প্রয়ােজন, স্থানীয় কাঁচামালের ওপর ভিত্তি করে যে শিল্প প্রতিষ্ঠিত হবে এবং যেগুলাে সম্পূর্ণভাবে বিদেশে পণ্য রপ্তানির জন্য প্রতিষ্ঠিত হবে সে সকল ক্ষেত্রে সমঅংশীদায়িত্বের ভিত্তিতে বিদেশি পুঁজি বিনিয়ােগের অনুমতি দেয়া হবে। তবে যে সকল শিল্পে ইতােমধ্যেই বিদেশি পুঁজি বিনিয়ােজিত আছে সে ক্ষেত্রে বিদেশি পুঁজি সম্প্রসারণের জন্য বিনিয়ােগের অনুমতি দেয়া হবে। অবশ্য নয়া বিনিয়ােগের ক্ষেত্রে বিদেশি উদ্যোক্তাদের শিল্পোদ্যোগের জন্য প্রয়ােজনীয় সম্পূর্ণ বৈদেশিক মুদ্রা সমঅংশীদারিত্বের ভিত্তি হিসেবে সরবরাহ করতে হবে। তবে সমঅংশীদারিত্বের ভিত্তিতে বিদেশি শিল্প সহযােগের শর্তাবলী এবং ক্ষেত্রবিশেষ এর প্রকৃতি আলােচনার মাধ্যমে স্থিরীকৃত হবে। শিল্পে বিদেশি মূলধন বিনিয়ােগের জন্য পুঁজি বিনিয়ােগ বাের্ডের অনুমতি প্রয়ােজন হবে বলে মন্ত্রী উল্লেখ করেন। সৈয়দ নজরুল ইসলাম দৃঢ়ভাবে ঘােষণা করেন, সমাজতান্ত্রিক অর্থনীতি প্রতিষ্ঠার সরকারি সংকল্প অনুসারে সব বৃহৎ শিল্পসহ গুরুত্বপূর্ণ খাতগুলাে ইতােমধ্যেই সরকারি নিয়ন্ত্রণে রয়েছে এবং মৌলিক ও গুরুত্বপূর্ণ এবং জনগুরুত্বপূর্ণ সকল শিল্প ভবিষ্যতেও সরকারি পরিচালনায় থাকবে। তিনি আরাে বলেন, তার ঘােষিত পুঁজি বিনিয়ােগ নীতি দ্রুত শিল্পায়ন ও পুঁজি সংগঠনের সহায়ক হবে এবং পরিকল্পিত অর্থনীতির কাঠামাের মধ্যে বেসরকারি শিল্পোদ্যোক্তাদের উৎসাহিত করবে।৫৭
রেফারেন্স: ১৬ জুলাই ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত