সরকারি প্রতিনিধি হিসেবে ২১শ লোেক বৈদেশিক মুদ্রা পেয়েছে
সংসদ ভবন: অর্থমন্ত্রী জনাব তাজউদ্দীন আহমদ মঙ্গলবার জাতীয় সংসদে বলেন, বাংলাদেশ স্বাধীন হবার পর এ পর্যন্ত ২ হাজার ১ শত ৬ জন মন্ত্রী সংসদ সদস্য ছাত্র-ছাত্রী, রাজনৈতিক কর্মী ও সরকারি কর্মচারীকে সরকারি পর্যায়ে প্রতিনিধি হিসেবে বিদেশে যাবার জন্য বৈদেশিক মুদ্রা দেয়া হয়েছে। অর্থমন্ত্রী জনাব তাজউদ্দীন আহমদ নির্দলীয় সদস্য জনাব আবদুল্লাহ সরকারের এক প্রশ্নের জবাব দিচ্ছিলেন।৫৮
রেফারেন্স: ১৬ জুলাই ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত