You dont have javascript enabled! Please enable it! 1974.07.16 | রাষ্ট্রায়ত্ত শিল্পে ১৫০ কোটি টাকা ঋণ দান- তাজউদ্দীন আহমদ | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

রাষ্ট্রায়ত্ত শিল্পে ১৫০ কোটি টাকা ঋণ দান

সংসদ ভবন: অর্থমন্ত্রী জনাব তাজউদ্দীন আহমদ মঙ্গলবার জাতীয় সংসদে বলেন, স্বাধীনতার পর হতে রাষ্ট্রায়ত্ত শিল্প সংস্থাসমূহকে সরকার ১৫০ কোটি ৯৭ লাখ টাকা ঋণ ও অগ্রিম হিসেবে দিয়েছে। তিনি সংসদ সদস্য জনাব আলী আশরাফের এক প্রশ্নের জবাবে বলেন, এছাড়া শিল্প ব্যাংক, শিল্প ঋণ সংস্থা ও রাষ্ট্রায়ত্ত ব্যাংকসমূহ হতে এসব সংস্থা ও শিল্প ইউনিটকে ঋণ দেয়া হয়েছে বলে মন্ত্রী উল্লেখ করেন।
তিনি বলেন, বাংলাদেশ শিল্প ব্যাংক দেশ স্বাধীন হবার পর এ পর্যন্ত মােট ৬৩টি শিল্প ইউনিটকে ঋণ দিয়েছে। এর ভেতর ৩৯টি ব্যক্তি মালিকানা ঋণ কোম্পানি ও ২৪টি সমষ্টিগত মালিকানাধীন কোম্পানি আছে বলে তিনি উল্লেখ করেন।৬০

রেফারেন্স: ১৬ জুলাই ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত