You dont have javascript enabled! Please enable it! 1974.07.15 | রাষ্ট্রায়ত্ত শিল্পের জন্য সরকারের ৩১ কোটি টাকা ঋণ গ্রহণ | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

রাষ্ট্রায়ত্ত শিল্পের জন্য সরকারের ৩১ কোটি টাকা ঋণ গ্রহণ

সংসদ ভবন: শিল্প ও রাষ্ট্রায়ত্ত শিল্প বিভাগের প্রতিমন্ত্রী অধ্যাপক নুরুল ইসলাম চৌধুরী সােমবার। জাতীয় সংসদে বলেন, রাষ্ট্রায়ত্ত শিল্পসমূহ (শিল্প বিভাগের আওতাধীন) পরিচালনার জন্য সরকার বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক হতে গত আর্থিক বছরের শেষ পর্যন্ত প্রায় ৩১ কোটি ৮২ লাখ টাকা ঋণ গ্রহণ করেছে।
তিনি সংসদ সদস্য জনাব আলী আশরাফের এক প্রশ্নের জবাবে বলেন, বিভিন্ন প্রতিষ্ঠান রাষ্ট্রীয়করণের পর হতে ১৯৭৩-৭৪ অর্থবছর পর্যন্ত শিল্প বিভাগের আওতাধীন প্রতিষ্ঠানসমূহ প্রায় ২৮ কোটি ৩৮ লাখ টাকা মুনাফা হয়েছে। তিনি বলেন, শিল্প বিভাগের আওতাধীন বাের্ড কর্পোরেশন এবং বাংলাদেশে ট্যানারিজ কর্পোরেশনের শিল্প ইউনিটগুলােতে লােকসান হয়েছে। অন্যান্য সকল শিল্পেই লাভ হয়েছে বলে তিনি উল্লেখ করেন।৫৬

রেফারেন্স: ১৫ জুলাই ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত