You dont have javascript enabled! Please enable it! 1974.07.14 | আজ আওয়ামী লীগের সপ্তাহব্যাপী সম্মেলন শুরু | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

আজ আওয়ামী লীগের সপ্তাহব্যাপী সম্মেলন শুরু

ঢাকা: বাংলাদেশ আওয়ামী লীগ আয়ােজিত সপ্তাহব্যাপী সম্মেলন আজ সােমবার সকাল সাড়ে নটায় মহিলা সমিতির মিলনায়তনে শুরু হচ্ছে। সম্মেলনে আওয়ামী লীগসহ সহযােগী সংগঠনগুলাের সভাপতি এবং সম্পাদকমন্ডলী যােগ দেবেন। এতে দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক সমস্যাসহ বিভিন্ন বিষয়ে গত ৬ জুলাই আওয়ামী লীগ সংসদীয় দল ও কার্যকরী কমিটির সিদ্ধান্ত সম্পর্কে সহযােগী প্রতিষ্ঠানগুলাের সাথে ব্যাপক আলােচনা হবে। ওয়াকেফহাল মহল জানিয়েছেন যে, আওয়ামী লীগ সংসদীয় দল এবং কার্যকরী কমিটি কর্তৃক গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের জন্য সহযােগী সংগঠনগুলাে থেকে প্রতিনিধিদলের ভিত্তিতে একটি সমন্বয় সেল গঠন করার সম্ভাবনা রয়েছে।
উপরােক্ত সেলে প্রতিটি সংগঠন থেকে দুজন করে প্রতিনিধি নেয়া হতে পারে। বৃহত্তম সংগঠন হিসেবে আওয়ামী লীগের নেতৃবৃন্দ এ সেলে নেতৃত্ব দেবেন বলে আভাস পাওয়া গেছে। সম্মেলনের কর্মসূচি অনুসারে আজ আওয়ামী লীগ নেতৃবৃন্দ মিলিত হবেন। জাতীয় শ্রমিক লীগ নেতারা বসবেন আগামীকাল। আওয়ামী লীগ নেতৃবৃন্দ আবার বসবেন ১৭ এবং ১৮ জুলাই। ১৯ এবং ২০ জুলাই বসবেন কৃষক লীগ নেতৃবৃন্দ। সবার শেষে যুবলীগ বসবেন ২১ এবং ২২ তারিখে।
উল্লেখ করা যেতে পারে যে, আওয়ামী লীগ সংসদীয় দল এবং কার্যকরী কমিটির গত ৭ জুলাই অনুষ্ঠিত সভায় দেশের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক বিষয়ে ব্যাপক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় বেআইনী অস্ত্রধারী, গণদুশমন ও সমাজবিরােধীদের বিরুদ্ধে ফায়ারিং স্কোয়াড গঠনসহ বিভিন্ন সুপারিশ প্রণয়ন করা হয়।৫০

রেফারেন্স: ১৪ জুলাই ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত