You dont have javascript enabled! Please enable it! 1974.07.09 | সাধারণ আলােচনাকালে বিভিন্ন সদস্যের ব্যক্ত মত | বাংলার বাণী - সংগ্রামের নোটবুক

সাধারণ আলােচনাকালে বিভিন্ন সদস্যের ব্যক্ত মত

সংসদ ভবন: মঙ্গলবার জাতীয় সংসদে প্রস্তাবিত ১৯৭৪-৭৫ সালের বাজেটের ওপর সাধারণ আলােচনাকালে বিভিন্ন সদস্য দেশের মূল উৎপাদক শক্তি কৃষককুল তথা জনগণের সার্বিক কল্যাণের জন্য কৃষিখাতে ব্যয়বরাদ্দ বৃদ্ধি করার সুপারিশ করেন। বিভিন্ন বক্তা বলেন যে, বাংলাদেশ সম্পূর্ণভাবে কৃষির ওপর নির্ভরশীল। সদস্যরা বলেন, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত এদেশের দরিদ্র কৃষক শ্রেণিই দেশের উৎপাদন প্রক্রিয়ার মূল শক্তি হিসেবে নানা অভাব অভিযােগ সত্ত্বেও বঙ্গবন্ধুর স্বপ্নকে সার্থক করে তােলার জন্য নিরলসভাবে কাজ করে চলেছেন। কিন্তু সেই কৃষককুলই আজ নানাদিক থেকে চরমভাবে অবহেলিত ও নির্যাতিত। কতিপয় বক্তা খাদ্য আমদানির জন্য বরাদ্দকৃত ৬০ কোটি টাকার সাবসিডি চাষাবাদ ও কৃষিখাতে ব্যয় করার প্রস্তাবও উত্থাপন করেন। বাজেটের উপর সাধারণ আলােচনার অংশ গ্রহণ করেন সংসদ সদস্য জনাব শাহ মাহাতাব আহমদ (দিনাজপুর), জনাব ময়নুদ্দিন নিয়াজী (যশাের), জনাব হামিদুজ্জামান সরকার (রংপুর), জনাব রওশনুল হক (পাবনা), জনাব সিরাজুল ইসলাম (দিনাজপুর), জনাব শামসুল হক (ময়মনসিংহ), জনাব সায়েদুল হক (কুমিল্লা), শাহ জাহাঙ্গীর কবির (রংপুর), জনাব সায়দুল হক, জনাব ইমাম উদ্দিন আহমদ (ফরিদপুর), জনাব আলী আশরাফ, জনাব ওবায়দুল হক (সন্দ্বীপ) ডা. শামসুদ্দিন চৌধুরী ও জনাব এম এ খায়ের প্রমুখ।২৭

রেফারেন্স: ৯ জুলাই ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত