এক সাথে কাজ করে যেতে হবে
ঢাকা: ভূমি প্রশাসন ও ভূমি সংস্কার মন্ত্রী শ্রী ফণী মজুমদার দেশের সার্বিক উন্নতির জন্যে ভূমি সংস্কারের আশু প্রয়ােজনীয়তার ওপর জোর দিয়েছেন এবং এই বিরাট কর্মযজ্ঞে সাফল্য অর্জন করতে সকলকে এক সঙ্গে কাজ করে যেতে আহ্বান জানিয়েছেন। মন্ত্রী মহােদয় বুধবার সচিবালয়ে তার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে ঘরােয়াভাবে আলাপ করছিলেন। তিনি বলেন যে, ভূমি সংস্কার ব্যবস্থা যদি উপযােগী না হয় তাহলে বঙ্গবন্ধু ঘােষিত সমাজতন্ত্রের লক্ষ্যে পৌঁছানাে যাবে না। এ ব্যাপারে পরিবেশ তৈরি করতে হবে এবং সকলকে নিষ্ঠা ও সততার সঙ্গে নিজ কাজে আত্মনিয়ােগ করতে হবে। তিনি বলেন যে, সরকারি কর্মচারীগণ দেশের ভালােমন্দের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত। তিনি তাদেরকে দেশের নাগরিক হিসেবে নিজেদের চেষ্টা ও পরিশ্রমে দেশকে গড়ে তােলার আহ্বান জানান।৩৯
রেফারেন্স: ১১ জুলাই ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত