You dont have javascript enabled! Please enable it!

গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহকে অগ্রাধিকার দেয়া হবে

ঢাকা: বন্যা নিয়ন্ত্রণ ও পানিসম্পদ বিষয়ক মন্ত্রী জনাব আবদুর রব সেরনিয়াবাত বলেন যে, দেশের গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহের বিষয়টিকে অগ্রাধিকার দেয়া হবে। বুধবার বিদ্যুৎ উন্নয়ন বাের্ডের প্রকৌশলী ও অফিসারদের এক সমাবেশে জনাব সেরনিয়াবাত একথা বলেন। মন্ত্রী বলেন যে, দেশের গ্রামাঞ্চলে সেকেন্ডারি ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন চ্যানেল স্থাপনের কাজ চলছে। তিনি বলেন, বিদ্যুৎকে উৎপাদনের কাজে লাগাতে হবে। জনাব সেরনিয়াবাত বলেন, যখন জ্বালানির মূল্য অস্বাভাবিকভাবে বেড়ে গেছে তখন গ্রামাঞ্চলের গভীর নলকূপ ও লাে লিফট পাম্প চালনার কাজে বিদ্যুৎকে সহজলভ্য করে তুলতে হবে।৩৩

রেফারেন্স: ১০ জুলাই ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!