You dont have javascript enabled! Please enable it!

ছয়জন মন্ত্রী ও তিনজন প্রতিমন্ত্রীর পদত্যাগ

ঢাকা: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ছয়জন ক্যাবিনেট ও তিনজন প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি জনাব মােহাম্মদ উল্লার ও প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে পদত্যাগপত্র পেশ করেছেন। তাদের পদত্যাগপত্র গৃহীত হয়েছে বলে রবিবার সরকারিভাবে ঘােষণা করা হয়েছে। তারা প্রধানমন্ত্রীর আদেশক্রমেই এই পদত্যাগপত্র পেশ করেছেন বলে উক্ত ঘােষণায় জানানাে হয়েছে। পদত্যাগী ক্যাবিনেট মন্ত্রীরা হচ্ছেন ডাক ও বেতার দফতরের মন্ত্রী শেখ আবদুল আজিজ, পাট দফতরের মন্ত্রী জনাব সামসুল হক, ভূমি সংস্কার ও ভূমি প্রশাসন দফতরের মন্ত্রী মােল্লা জালাল উদ্দিন আহমদ, সমবায় ও স্থানীয় প্রশাসন ও পল্লী উন্নয়ন দফতরের মন্ত্রী জনাব মতিউর রহমান, বেসামরিক বিমান পরিবহন, জাহাজ চলাচল ও অভ্যন্তরীণ নৌ পরিবহন দফতরের মন্ত্রী জেনারেল মাে. আতাউল গনি ওসমানী এবং প্রাকৃতিক সম্পদ, বিজ্ঞান কারিগরি ও আণবিক শক্তি দফতরের মন্ত্রী ড. মফিজ উদ্দিন ও আরাে তিনজন প্রতিমন্ত্রী হচ্ছেন খাদ্য দফতরের প্রতিমন্ত্রী ব্যারিস্টার আমিরুল ইসলাম, সমাজকল্যাণ ও পরিবার পরিকল্পনা দফতরের প্রতিমন্ত্রী বেগম নূর জাহান মােরশেদ এবং ক্ষুদ্র শিল্প দফতরের প্রতিমন্ত্রী শাহজাদা আব্দুল মালেক খান। উল্লেখযােগ্য যে, গত বছরের ৭ মার্চ দেশব্যাপী নির্বাচন অনুষ্ঠানের পর ২০ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভকারী বাংলাদেশ আওয়ামী লীগ নতুন মন্ত্রিসভা গঠন করে। তখন এই মন্ত্রিসভার সদস্য সংখ্যা ছিল প্রধানমন্ত্রীসহ ২১ জন। নতুন মন্ত্রিসভা গঠিত হবার মাস দুয়েক পরেই তদানীন্তন ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী জনাব মিজানুর রহমান চৌধুরী পদত্যাগ করেন। এর মাস কয়েক পরে জনাব সামসুল হক ও মােল্লা জালাল উদ্দিন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হয়। গত ৩ সেপ্টেম্বর শপথ গ্রহণ করেন ১৪ জন প্রতিমন্ত্রী। ফলে মন্ত্রিসভার সদস্য সংখ্যা দাঁড়ালাে ৩৬।২০

রেফারেন্স: ৭ জুলাই ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!