জেলা কর্তৃপক্ষের প্রতি বঙ্গবন্ধুর নির্দেশ
ঢাকা: প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের বন্যায় ক্ষতিগ্রস্ত জনগণের সাহায্যের জন্য সকল সরকারি প্রশাসনযন্ত্রকে সর্বাত্মকভাবে কাজ করে যাবার নির্দেশ দিয়েছেন। বঙ্গবন্ধু জেলা পর্যায়ে প্রশাসন কর্তৃপক্ষকে দেশে অর্থনৈতিক সমস্যা থাকা সত্ত্বেও বন্যাক্লিষ্ট জনগণের যাতে কোন কষ্ট না হয় সে মতাে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, বন্যাক্লিষ্ট জনগণকে পরিস্থিতি মােকাবিলার জন্য সম্ভাব্য সকল সাহায্য করা হবে।
বঙ্গবন্ধু সকাশে ত্রাণ প্রতিমন্ত্রী: ত্রাণ প্রতিমন্ত্রী জনাব আবদুল মােমেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে সাক্ষাৎ করে দেশের বন্যা পরিস্থিতি সম্পর্কে তাকে অবহিত করেন। এনা জানান তিনি দুই একদিনের মধ্যে রংপুর, সিরাজগঞ্জ, জামালপুর ও সিলেটের বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলােতে সফরে যাবেন।২১
রেফারেন্স: ৭ জুলাই ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত