You dont have javascript enabled! Please enable it!

আওয়ামী সংসদীয় দলের গণদুশমনদের জন্য ফায়ারিং স্কোয়াডের সুপারিশ

ঢাকা: শনিবার আওয়ামী লীগ সংসদীয় দলের এক গুরুত্বপূর্ণ বৈঠকে দেশে শােষিতের গণতন্ত্র ও সমাজতন্ত্র কায়েমের জন্য সকল আইনানুগ ও শাসনতান্ত্রিক ব্যবস্থা গ্রহণের জন্য বঙ্গবন্ধুর নিকট জোর সুপারিশ করা হয়। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে সংসদীয় দলের সভা গণভবনে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বাংলাদেশ আওয়ামী লীগ কার্যকরী কমিটির সদস্যবৃন্দ বিশেষ আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন। উক্ত সভায় গুপ্তঘাতক, বেআইনী অস্ত্রধারী, ডাকাত, গণদুশমনদের নির্মূল করার জন্য কঠোরতম শাস্তি প্রদানে ব্যবস্থা করতে বলা হয়। প্রসঙ্গত গণদুশমনদের ফায়ারিং স্কোয়াড ও যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করতে অবিলম্বে আইন প্রণয়নের জন্য সরকারের নিকট জোর সুপারিশ করা হয়। দীর্ঘ দুই ঘণ্টাব্যাপী আওয়ামী লীগ সংসদীয় দলের বৈঠকশেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব জিল্লুর রহমান এক বিবৃতির মাধ্যমে সাংবাদিকদের নিকট উপরােক্ত তথ্য পেশ করেন। জনাব জিল্লুর রহমান জানান, সভায় অর্থনৈতিক, রাজনৈতিক ও আন্তর্জাতিক পরিস্থিতিও বিশ্লেষণ ও মূল্যায়ন করা হয়। তিনি বলেন, সভায় দুঃখী মানুষের সার্বিক ও আশু কল্যাণে অসাধু সমাজ ও গণস্বার্থবিরােধী কার্যকলাপে লিপ্ত ব্যক্তি বা গােষ্ঠীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। জনাব জিল্লুর রহমান জানান। উক্ত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সংসদীয় দল চোরাকারবারী, মজুতদার, খাদ্যে ভেজালদানকারী ও ভুয়া ব্যবসায়ী পর্যায়ের দুষ্কৃতিকারীদের কঠোর ও দ্রুত শাস্তি প্রদানের জন্য অবিলম্বে আইন প্রণয়নের সুপারিশ করেছে। উল্লেখিত সুপারিশের ফলশ্রুতি বিবেচনার জন্য এই ধরনের বৈঠক ৩ মাসের মধ্যে পুনরায় অনুষ্ঠিত হবে বলে জনাব জিল্লুর রহমান তার বিবৃতিতে উল্লেখ করেন।১৭

রেফারেন্স: ৬ জুলাই ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!