You dont have javascript enabled! Please enable it!

ভাসানীর প্রসঙ্গে ড. রাজী

ঢাকা: ভাসানী-ন্যাপের সহ-সভাপতি ড. আলীম-আল-রাজী মওলানা ভাসানীসহ সকল রাজনৈতিক বন্দির প্রকাশ্য আদালতে বিচারের দাবী জানিয়েছেন। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আহূত এক সাংবাদিক সম্মেলনে বক্তৃতাদানকালে ড. রাজী এ দাবী জানান। তিনি বলেন, ২৪ ঘণ্টার মধ্যে মওলানা ভাসানীসহ সকল রাজনৈতিক বন্দিকে প্রকাশ্য আদালতে হাজির করুন। তারা যদি দেশদ্রোহী হন তবে প্রকাশ্যে বিচার করুন। এ প্রসঙ্গে তিনি প্রয়ােজন হলে সরকারকে মওলানা ভাসানীর বিরুদ্ধে সাম্প্রদায়িকতার অভিযােগ আনার জন্য আহ্বান জানান। মওলানা ভাসানীকে গ্রেফতার অদৃষ্টের পরিহাস বলে উল্লেখ করে ড. রাজী বলেন, মওলানা ভাসানীকে গৃহে অন্তরীণ করে রাখা ‘জেলে রাখারই একটি জঘন্যতম পদ্ধতি। সরকার মওলানা ভাসানীর বাড়িকেই একটি কয়েদখানা বানিয়েছেন বলে তিনি অভিযােগ করেন। ১৪৪ ধারা প্রসঙ্গে তিনি বলেন, বিরােধীদল এবং জনগণের মৌলিক ও মানবিক অধিকারকে ভয় করে বলেই সরকার ১৪৪ ধারা দিয়েছে। এ প্রসঙ্গ তিনি বলেন, ১৪৪ ধারা সরকার অবৈধভাবে দিয়েছে। শাসনতন্ত্রের মৌলিক অধিকার উল্লেখ করে ড. রাজী বলেন, অস্ত্র উদ্ধার, চোর এবং ডাকাত পাকড়াও নজির সমগ্র বিশ্বে এটাই প্রথম। সংবাদপত্রের স্বাধীনতা এবং জনগণের মৌলিক অধিকর খর্ব করেছে বলে উল্লেখ করে ড. রাজী বলেন, বর্তমানে সরকার তার ছায়াকেও ভয় করে। এ প্রসঙ্গে তিনি জেলে আটক সকল সাংবাদিকদের মুক্তিও দাবী করেন। ৫ জুলাইয়ের হরতাল সম্পর্কে তিনি বলেন, এই দিনে সরকার সমগ্র ঢাকাকে একটি সামরিক শিবিরে পরিণত করে। ৫ জুলাইয়ের হরতাল চট্টগ্রাম, খুলনা, যশােরসহ দেশের বিভিন্ন স্থানে সফল হয়েছে বলে তিনি মন্তব্য করেন।১৮

রেফারেন্স: ৬ জুলাই ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!