You dont have javascript enabled! Please enable it!

৬ জন ভাসানী-ন্যাপ নেতার বিবৃতি: রিকুইজিশন নােটিশে ২৬৪ জনের স্বাক্ষর জাল

ঢাকা: বাংলাদেশ ন্যাপের (ভাসানীর) ৬ জন নেতা শনিবার এক যুক্ত বিবৃতিতে বলেন কিছুদিন পূর্বে জনাব রাশেদ খান মেনন প্রমুখেরা ৫২৭ জন ন্যাপ কাউন্সিলরের স্বাক্ষরযুক্ত যে রিকুইজিশন নােটিশ দলীয় চেয়ারম্যান মওলানা ভাসানীর কাছে পাঠিয়েছিলেন তাদের মধ্যে ১০০ জন আদৌ কোন কাউন্সিলর নয়। তারা বলেন, এর মধ্যে ২৬৪ জন আদৌ কোন স্বাক্ষর করেন নি এবং ২৬৪ জনের স্বাক্ষর জাল করা হয়েছে। অবশিষ্ট মাত্র ১৬৩ জন কাউন্সিলর রিকুইজিশনের পক্ষে। তারা বলেন ১৪৪৭ জনের মধ্যে ১৬৩ জন কাউন্সিলরের রিকুইজিশন ডাকার কোনাে বৈধ অধিকার থাকতে পারে না। তারা আরও বলেন ন্যাপের নামে যারা রিকুইজিশন সভা ডাকার ভান করেছেন প্রকৃতপক্ষে তারা দেশি বিদেশি শােষক, স্বৈরাচারী শাসক চক্রের নিয়ােজিত ভাড়াটিয়া হিসেবে গণ-আন্দোলনকে সুচতুরভাবে নস্যাৎ করার এবং একটি ঐতিহ্যবাহী ভাবমূর্তি নষ্ট করা এবং পার্টি ভাঙার উদ্দেশ্যে মিথ্যা জালিয়াতি আশ্রয় গ্রহণ করে চিরাচরিত বামপন্থী কর্মীদের মধ্যে বিভেদ এবং বিভ্রান্তি সৃষ্টির কাজে লিপ্ত রয়েছে। বিবৃতিতে স্বাক্ষর করেন ভাসানী-ন্যাপের সহ-সভাপতি গাজী শহীদুল্লাহ, যুগ্ম সম্পাদক জনাব আবদুর করিম, জনাব আবু নাসের খান ভাসানী, সাংগঠনিক সম্পাদক জনাব আলমগীর সিদ্দিকী, জনাব এস এ বারী ও মওলানা খালেদ সাইফুল্লাহ।১৯

রেফারেন্স: ৬ জুলাই ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!