You dont have javascript enabled! Please enable it! 1974.07.05 | কাল আওয়ামী লীগ সংসদীয় দলের বৈঠক শুরু | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

কাল আওয়ামী লীগ সংসদীয় দলের বৈঠক শুরু

ঢাকা: আওয়ামী লীগ সংসদীয় দল এবং কার্যকরী সংসদের যৌথ সভা কাল সকাল থেকে শেরেই বাংলা গণভবনে শুরু হবে। সভায় সরকারের গঠন পদ্ধতিসহ রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সমস্যা নিয়ে সুনির্দিষ্ট আলােচনা করা হবে। অধিবেশনে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বক্তৃতা করতে পারেন। যৌথসভা বলে দলীয় প্রধান জনাব এ এইচ এম কামারুজ্জামানের সভাপতিত্ব করার সম্ভাবনা রয়েছে। ওয়াকেফহাল মহল জানিয়েছেন, বাংলাদেশের বর্তমান রাজনীতি এবং অর্থনৈতিক বিষয়ে কতিপয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হতে পারে। রাজনৈতিক ক্ষেত্রে আলােচনায় সর্বাধিক প্রাধান্য দেয়া হবে সরকারের পদ্ধতিগত বিষয়ে। সংসদীয় গণতন্ত্র বিরােধী রাজনৈতিক সংগঠন এবং এর ভবিষ্যত বিষয়ে কতিপয় সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে এই সভায়। এ সভায় সমাজ বিরােধী ব্যক্তিদের বিরুদ্ধে ফায়ারিং স্কোয়াড গঠন করার বিষয়টি অনুসঙ্গী প্রশ্ন হিসেবে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। দেশের বর্তমান অর্থনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে জাতীয় অর্থনৈতিক পরিষদ গৃহীত সিদ্ধান্ত এবং বেবাজেট সম্পর্কেও এ সভায় আলােচনা হবার সম্ভাবনা রয়েছে। সভা দুই একদিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গেছে।১৫

রেফারেন্স: ৫ জুলাই ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত