You dont have javascript enabled! Please enable it! 1974.07.05 | পাট উৎপাদনে চাষীদের পর্যাপ্ত সাহায্য দেয়া হবে | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

পাট উৎপাদনে চাষীদের পর্যাপ্ত সাহায্য দেয়া হবে

ঢাকা: পাটমন্ত্রী জনাব সামছুল হক আজ বলেন, সরকার কৃষকদেরকে অধিক পাট উৎপাদনের উৎসাহ দেয়ার জন্য পর্যাপ্ত সরকারি আর্থিক সাহায্য দিবেন। স্থানীয় হােটেলে রােটারী ক্লাবের বার্ষিক অনুষ্ঠানে মন্ত্রী প্রধান অতিথির ভাষণে বলেন এ ব্যাপারে খুব শীঘ্রই ঘােষণা করা হবে। জনাব হক বলেন, পাট আমাদের অর্থনৈতিক জীবনে শক্তি এবং ইহা উৎপাদনের জন্য সরকার দৃঢ় প্রতিজ্ঞ। চলতি বছর প্রতি একর জমিতে পাট হ্রাস পাওয়ায় মন্ত্রী উদ্বেগ প্রকাশ করে বলেন, প্রতি একর ধানের জমিতে পাট চাষ দ্বিগুণ করার জন্য ব্যাপক কর্মসূচি নেয়া হয়েছে। মন্ত্রী বলেন, আন্তজাতিক বাজারে বাংলাদেশের পাটের চাহিদা এবং মূল্য বেড়ে গেছে এর কারণ হচ্ছে। সরকারের নবগঠিত নীতির ভিত্তিতে দ্বিতীয় পার্টির মাধ্যমে আন্তর্জাতিক পার্টির কাছে সরাসরি পাট বিক্রি করবে। মন্ত্রী বলেন, যদিও লন্ডন পাট সমিতি প্রতিবেল পাটের মূল্য ১২৫ পাউন্ড স্টারলিং নির্ধারণ করেছে তথাপি বাংলাদেশ বর্তমানে প্রতিবেল পাট ৪২ পাউন্ড স্টারলিং বিক্রি করবে। মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে ভারতের পাটের তুলনায় আমাদের পাট শতকার ১০ ভাগ বেশি বিক্রয় হচ্ছে এবং অন্যান্য দেশের তুলনায় শতকরা ২০ভাগ পাট বেশি উৎপাদন হচ্ছে।১৬

রেফারেন্স: ৫ জুলাই ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত