মুজিব-ভুট্টো বৈঠক সম্পর্কে ভারতের দৈনিক সমূহের মন্তব্য
নয়াদিল্লি: বিশিষ্ট দৈনিক পত্রিকাসমূহ ঢাকা শীর্ষ বৈঠকের ব্যর্থতার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী জনাব জুলফিকার আলী ভুট্টোর ওপর দোষারােপ করেছে। বাংলাদেশ সরকারের দুটি মৌলিক দাবী প্রত্যাখ্যান করে উপমহাদেশের সম্পর্ক দ্রুত স্বাভাবিকীকরণের জন্য একটি বিরাট সুযােগ হারিয়েছে বলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল হােসেন যে মতাে প্রকাশ করেছেন ভারতীয়। পত্রিকাসমূহ তারও প্রতিধ্বনি করেছেন। সরকারের সাথে ঘনিষ্ঠ ‘ন্যাশনাল হেরাল্ড’ দীর্ঘ সম্পাদকীয় প্রবন্ধে বলা হয় খুঁটিনাটি বিষয় আলােচনা ছাড়াই ভুট্টো কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ওপর জোর দিচ্ছিলেন ও তার মতে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হলেই সব কিছুই শেষ হয়ে যাবে। ভুট্টোর রাজনৈতিক প্রজ্ঞা পরীক্ষার সম্মুখীন হয়েছিল এবং প্রথমেই কূটনৈতিক সম্পর্কের জন্য পীড়াপীড়ি করে বাস্তব সমস্যাদি সমাধান না করে তিনি উক্ত পরীক্ষায় অকৃতকার্য হন। ভারত ও বাংলাদেশের মধ্যে মৈত্রী সম্পর্কে পাকিস্তানের প্রতিবন্ধকতা সৃষ্টির কোন অভিপ্রায় নাই বলে জনাব ভুট্টো যে ন, আমরা আশা করছি তা বাস্তবে পরিণত হয়।১৩
রেফারেন্স: ৪ জুলাই ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত