জাতীয় সংসদে প্রশ্নোত্তর
সংসদ ভবন: শিক্ষামন্ত্রী অধ্যাপক ইউসুফ আলী বৃহস্পতিবার জাতীয় সংসদে বলেন, স্বাধীনতাউত্তরকালে শিক্ষাক্ষেত্রে আন্তর্জাতিক সংস্থাসমূহ থেকে মােট ৩৪ কোটি ৯১লাখ ১৫ হাজার ১শত টাকা সাহায্য পাওয়া গেছে। তিনি গতকাল সংসদ সদস্য জনাব আবিদ আলীর এক প্রশ্নের জবাবে বলেন, উক্ত নগদ টাকা ছাড়াও বিভিন্ন শিক্ষা উপকরণ সাহায্য হিসেবে পাওয়া গেছে। অধ্যাপক ইউসুফ আলী সংসদ সদস্য জনাব করিমুদ্দিন আহমদ এর অপর একটি প্রশ্নের জবাবে বলেন, ১৯৭৩-৭৪ আর্থিক বছরে বিদেশি সংস্থাসমূহ থেকে ১ কোটি ১৩ লাখ ৪৪ হাজার টাকা সাহায্য হিসেবে পাওয়া গেছে। শিক্ষামন্ত্রী বলেন, উক্ত সাহায্যের মধ্যে ১ কোটি ১৫ লাখ টাকা প্রাথমিক ও মাধ্যমিক স্কুল পর্যায়ে সাহায্য হিসেবে দেয়া হবে।
পাকিস্তান বাহিনীর ধ্বংসযজ্ঞ: শিক্ষামন্ত্রী অধ্যাপক ইউসুফ আলী গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে বলেন, স্বাধীনতা সংগ্রাম চলাকালে পাকিস্তান বাহিনী ৮ হাজার প্রাইমারী স্কুল, এক হাজার ৫শত ৩২ টি সেকেন্ডারী স্কুল, ৪শত ৬৮ টি নিম্ন মাধ্যমিক ও ৭৪ টি কলেজ ধ্বংস করেছে। তিনি সংসদ সদস্য আকবর উদ্দিন সিদ্দিকীর এক প্রশ্নের জবাবে বলেন, পাক আমলে ধ্বংসপ্রাপ্ত কলেজগুলাে পুনঃনির্মাণের জন্য ১ কোটি ৯০ লাখ টাকা দেয়া হয়েছে। এর মধ্যে কলেজসমূহের জন্য ২০ লাখ স্কুলসমূহের জন্য ৮০ লাখ বিদ্যালয়গুলাের জন্য ৯০ লাখ টাকা দেয়া হয়েছে বলে মন্ত্রী জানান। তিনি বলেন, উল্লেখিত সাহায্য ছাড়াও প্রত্যেকটি ডিগ্রি কলেজ, উচ্চ মাধ্যমিক কলেজ, মাধ্যমিক স্কুল ও নিম্ন মাধ্যমিক স্কুলকে এককালীন সাহায্য হিসেবে ১০ হাজার, ৮ হাজার, ৫ হাজার ও ৩ হাজার টাকা করে সাহায্য দেয়া হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সংখ্যা: শিক্ষামন্ত্রী অধ্যাপক ইউসুফ আলী জাতীয় সংসদে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে মােট ৬শ ১২ জন শিক্ষক আছেন। তিনি সংসদ সদস্য অ্যাডভােকেট আবদুল হাকিম মিয়ার এক প্রশ্নের জবাবে বলেন, স্বাধীনতার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মােট ১৩ জন শিক্ষককে দালালির অভিযােগে বহিষ্কার করা হয়েছে। তাদের পুনরায় নিয়ােগ করা হয়নি বলে তিনি উল্লেখ করেন।
একাডেমীর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী অধ্যাপক ইউসুফ আলী জাতীয় সংসদে বলেন, মরহুম জনাব শহীদুল্লাহর নামে একাডেমী স্থাপনের কোন পরিকল্পনা আপাতত নেই। তিনি বিরােধী দলের নেতা জনাব আতাউর রহমানের এক প্রশ্নের জবাবে বলেন, মরহুমের স্মৃতি রক্ষার ব্যবস্থা সম্পর্কে সরকার চিন্তা করছেন।
বিশ্ববিদ্যালয়: শিক্ষামন্ত্রী অধ্যাপক ইউসুফ আলী বলেন, দেশের মােট ৬ টি বিশ্ববিদ্যালয়কে উন্নয়ন পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি সংসদ সদস্য অধ্যাপক আবু সাইয়িদের এক প্রশ্নের জবাবে বলেন, বিশ্ববিদ্যালয় উন্নয়নের জন্য ১ কোটি ৩৭ লাখ ৮৫ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।
প্রাইমারী স্কুল: শিক্ষামন্ত্রী অধ্যাপক ইউসুফ আলী জাতীয় সংসদে বলেন, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ৫ হাজার প্রাথমিক বিদ্যালয় সরকারি নিয়ন্ত্রণে আনার একটি প্রকল্প পরিকল্পনা কমিশন কর্তৃক নীতিগতভাবে অনুমােদন করা হয়েছে। তিনি বিরােধী দলীয় সদস্য জনাব আবদুস সাত্তারের এক প্রশ্নের জবাবে বলেন, প্রয়ােজনীয় অর্থের ব্যবস্থা হলে পরিকল্পনার সময়ের মধ্যে ৫ হাজার প্রাইমারী বিদ্যালয় সরকারি নিয়ন্ত্রণে আনা হবে।১২
রেফারেন্স: ৪ জুলাই ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত