You dont have javascript enabled! Please enable it!

বন্যা দুর্গতদের জন্য বঙ্গবন্ধুর সমবেদনা

ঢাকা: প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বন্যাদুর্গত এলাকার জনগণের প্রতি তার পূর্ণ সহানুভূতি প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে, সরকার তার সীমিত সম্পদের দ্বারা দুর্গত মানুষের দুঃখ দুর্দশা দূর করার জন্য সম্ভাব্য সকল প্রকার প্রচেষ্টা চালাবে। বঙ্গবন্ধু বন্যায় ক্ষয়ক্ষতি নিরূপণ ও জনগণের দুর্দশা লাঘবের উদ্দেশ্যে বন্যায় ধ্বংসপ্রাপ্ত সেচ প্রকল্প পরিপূর্ণ নির্মাণ ও মেরামত করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সঙ্গে সঙ্গে নির্দেশ দিয়েছেন। বন্যার ফলে ফসলের যে ক্ষয়ক্ষতি হয়েছে, কৃষি ও উৎপাদন বৃদ্ধির মাধ্যমে তা পূরণ করার উপর গুরুত্ব আরােপ করেন। তিনি বলেন, সম্প্রতি বন্যার ফলে ৭টি থানায় চলতি মৌসুমে আমন ধান চাষ করা সম্পূর্ণ অসম্ভব হয়ে পড়েছে। লােনা পানি আর বন্যার কবল থেকে ফসল রক্ষার জন্য যে সেচ ও ওয়ার্কস প্রজেক্ট বাঁধ নির্মাণ করা হয়েছিল তা ভেঙে গেছে। এ খবরে বঙ্গবন্ধু অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েন। প্রধানমন্ত্রীর সাথে আলােচনার পর জনাব ওসমান সাংবাদিকদের জানান যে, বন্যার পানিতে নতুন ধানের ভর্তি বিপুল সংখ্যক ধানের গােলা ডুবে যাওয়ার খবরে মর্মাহত হয়েছেন। বন্যা দুর্গত কক্সবাজার থেকে আগত একটি প্রতিনিধি দলের সাথে বঙ্গবন্ধু কথা বলছিলেন। সংসদ সদস্য জনাব ওসমান সারােয়ার চৌধুরীর নেতৃত্বে এই প্রতিনিধিদলটি গতকাল বুধবার বঙ্গবন্ধুর সাথে সাক্ষাৎ করে কক্সবাজার মহকুমার বন্যা সম্পর্কে অবহিত করেন।৭

রেফারেন্স: ৩ জুলাই ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!