পর্যাপ্ত ডিজেল সার ও বীজ মজুত আছে
সংসদ ভবন: বুধবার জাতীয় সংসদে কৃষিমন্ত্রী জনাব আবদুস সামাদ বলেন, আগামী ধান চাষের জন্য পর্যাপ্ত পরিমাণ ডিজেল সার ও বীজের ব্যবস্থা করা হয়েছে। তিনি সংসদ সদস্য জনাব তালুকদারের এক প্রশ্নের জবাব দিচ্ছিলেন। মন্ত্রী বলেন, আগামী আমন মৌসুমে দেশে ১১ লাখ গ্যালন ডিজেল ও ৫৫ হাজার গ্যালন মবিল এর চাহিদা রয়েছে। এছাড়া আগামী বােরাে মৌসুমে ১ কোটি ৪১ লাখ গ্যালন ডিজেল ও ৭ লাখ ৫ হাজার গ্যালন মবিলের চাহিদা রয়েছে বলে তিনি উল্লেখ করেন। জনাব আবদুস সামাদ বলেন, আমন মৌসুমের জন্য প্রয়ােজনীয় ডিজেল সরকারের নিকট মজুত আছে। বােরাে মৌসুমের চাহিদার সংশ্লিষ্ট মন্ত্রণালয় ব্যবস্থা গ্রহণ করেছেন বলে মন্ত্রী জানান। তিনি বলেন, আগামী ১৯৭৪-৭৫ বার্ষিক উন্নয়ন পরিকল্পনাধীনে সকল প্রকার মােট ৫ লাখ টন সারের চাহিদা রয়েছে। এর মধ্যে আগামী আমন মৌসুমে ১ লাখ ৩১ হাজার ৫শত ৫০ টন ইউরিয়া, ৬৩ হাজার ২শত ২০ টন টি এস পি, ও ২২ হাজার ২৭৫ টন এস পি সার বিতরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কৃষিমন্ত্রী বলেন, উক্ত চাহিদা অনুযায়ী ১৯৭৪ সনের জুন মাসের প্রথম পক্ষ থেকে ১লাখ ১০ হাজার ৬৭টন ইউরিয়া, ৫৪ হাজার ১৪ টন টি এস পি, ও ৩১ হাজার ২শত ৬৭ টন এসপি সারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া স্থানীয় সার কারখানা থেকে ২৫ হাজার টন ইউরিয়া ও বিদেশ থেকে ১৪ হাজার ৩শত ৭০ টন টিএসপি সার সংগ্রহ করা হবে বলে মন্ত্রী উল্লেখ করেন। কৃষিমন্ত্রী বলেন, আগামী ধান চাষের জন্য প্রয়ােজনীয় বীজেরও ব্যবস্থা করা হয়েছে। আগামী মৌসুমের জন্য ৮০ হাজার মণ ইরি, ২০ লাখ ১০ হাজার মণ স্থানীয় আমন, ৫০ হাজার মণ আউশ, ও ৫০ হাজার মণ ইরি বােরাে বীজ বিতরণের ব্যবস্থা করা হয়েছে। বলে কৃষিমন্ত্রী জনাব আবদুস সামাদ সংসদে জানান।৯
রেফারেন্স: ৩ জুলাই ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত