জাতীয় সংসদে প্রশ্নোত্তরে ড. মফিজ চৌধুরী
সংসদ ভবন: প্রাকৃতিক সম্পদ দফতরের মন্ত্রী ড. মফিজ চৌধুরী আজ জাতীয় সংসদকে জানান যে, বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য সরকার প্রাকৃতিক গ্যাস বিদেশে রপ্তানির বিষয় সক্রিয়ভাবে বিবেচনা করছেন। তিনি বলেন, তবে গ্যাসজাত দ্রব্য যথা সার, পেট্রোকেমিক্যাল ইত্যাদি রপ্তানি করতে পারলে অধিকতর লাভ হবে। প্রশ্নোত্তরকালে অধ্যক্ষ মােজাম্মেল হকের (আওয়ামী লীগ) এক অতিরিক্ত প্রশ্নের জবাবে মন্ত্রী মহােদয় বলেন যে, গ্যাস অথবা গ্যাসজাত দ্রব্য রপ্তানি সংক্রান্ত প্রশ্নে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণে কতদিন সময় লাগবে তা বলা সম্ভব নয়। প্রাকৃতিক গ্যাস রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা যাবে কিনা জিজ্ঞাসা করা হলে মন্ত্রী মহােদয় উত্তরে বলেন, হ্যাঁ।৪
রেফারেন্স: ২ জুলাই ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত